ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের নয়া অভিযোগ – দৈনিক গণঅধিকার

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের নয়া অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৩ | ৫:০৭
চলমান যুদ্ধের প্রতিপক্ষ ইউক্রেনের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়েছে ইউক্রেনের লোকজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইয়ানস্ক এলাকায় এই হামলা চালানোর অভিযোগ করেছেন রুশ নেতা। সেই সেঙ্গ বেসামরিক লোকজনের উপর চালানো এই অন্তর্ঘাতমূলক তৎপরতার সঙ্গে জড়িতদের নির্মূল করার অঙ্গীকারও করেছেন তিনি। মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথমে সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেনের কিছু নাগরিক। এর পর একটি প্রাইভেটকারে গুলিবর্ষণ করে একজনকে হত্যা করে তারা। এ ঘটনায় আহত হয় একটি শিশু। পাশাপাশি একটি দোকানে কয়েকজনকে জিম্মি করে রাখে অনুপ্রবেশকারীরা। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি এ প্রসঙ্গে জানিয়েছে, হামলার পর ইউক্রেনের ওই নাগরিকদের ধাওয়া করলে তারা নিজ দেশে পালিয়ে যায়। এক বিবৃতিতে নিরাপত্তা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি এবং বেসামরিক স্থাপনার ধ্বংস এড়াতে ইউক্রেনে তাড়িয়ে দেওয়া হয়েছে শত্রুদের। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ায় ব্যাপক হামলার উদ্দেশ্য নিয়েই অনুপ্রবেশ করেছিল সংঘবদ্ধ দলটি। কারণ পালিয়ে যাওয়ার সময় তারা বিপুল পরিমাণ বিস্ফোরক ফেলে গেছে। তবে এ ধরনের দাবিকে গল্প অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক এক টুইটার বার্তায় বলেছেন, ইচ্ছাকৃতভাবে উস্কানি তৈরি করতেই এমন হামলার গল্প বলা হচ্ছে। হামলা প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট এক টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব, তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি