আরব আমিরাত সফরে বাশার আল-আসাদ – দৈনিক গণঅধিকার

আরব আমিরাত সফরে বাশার আল-আসাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৩ | ১০:৫৪
রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রোববার তিনি আবুধাবিতে পৌঁছান। তার সঙ্গে আছেন স্ত্রী আসমা আল-আসাদও। গত বছর আসাদের আমিরাত সফরের তুলনায় এবার দেশটিতে তাকে স্বাগত জানানোয় আনুষ্ঠানিকতা করা হয়েছে বেশি। গতবছরের সফরটি ছিল ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর আসাদের প্রথম কোনও আরব দেশ সফর। গৃহযুদ্ধের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় আরব দেশগুলো আসাদ-বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল। আমিরাতের রাষ্টীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবুধাবিতে পৌঁছার পর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আসাদ। সিরিয়ার প্রেসিডেন্টের গাড়িবহর রাজকীয় প্রাসাদে প্রবেশের সময় তোপধ্বনি করে অভিবাদন জানানো হয়। আসাদকে বহনকারী বিমানকেও অভ্যর্থনা জানিয়েছে আমিরাতের যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র মিত্র আরব আমিরাত সিরিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে স্থাপনের পথে অগ্রণী ভূমিকা নিয়েছে। তুরস্ক ও সিরিয়ার বিপর্যয়কারী ভূমিকম্পের পর গত মাসে প্রথম বিদেশ সফরে ওমানে গিয়েছিলেন আসাদ। পরে এ মাসের শুরুতে তিনি রাশিয়া সফর করেন। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এক সময় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে উৎখাত করতে বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল। কিন্তু সম্প্রতি কয়েক বছরে যুক্তরাষ্ট্রের আপত্তির মুখেও আরব আমিরাত সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে এগিয়েছে। ইরানের প্রভাব মোকাবেলা করতেই এ পথে হাঁটছে তারা। সিরিয়ার গৃহযুদ্ধে ইরানসহ রাশিয়াও আসাদকে সমর্থন দিয়েছে। আঞ্চলিক শক্তিধর দেশ সৌদি আরব সম্প্রতি তাদের প্রতিদ্বন্দ্বী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করে সিরিয়ার সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করেছে। সিরিয়াকে একঘরে করে রাখাটা কাজে আসছে না বলেই আরব দেশগুলো একমত পোষণ করছে, বলছে সৌদি আরব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক