
নিউজ ডেক্স
আরও খবর

ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭২

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি

আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত

টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ২১

ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির
কলকাতার বেশকিছু বাসস্ট্যান্ডে হচ্ছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেশকিছু বাসস্ট্যান্ডে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা। প্রথমে কলকাতার পর্ণশ্রী এলাকায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপন করা হবে।
সম্প্রতি সাপ্তাহিক ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক নাগরিকের প্রশ্নের জবাবে এ কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
অনুষ্ঠানে দক্ষিণ কলকাতার বেহালার বাসিন্দা দ্বৈপায়ন ব্যানার্জী ফোন করে মেয়রকে অভিযোগ করেন, পর্ণশ্রী এলাকার বাসস্ট্যান্ড ভাঙাচোরা অবস্থায় দীর্ঘদিন পড়ে রয়েছে। তার অনুরোধ বাসস্ট্যান্ডটি পরিষ্কার-পরিচ্ছন্ন করলে অনেক উপকার হয়।
এর জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাসস্ট্যান্ডটিতে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের পরিকল্পনা আগেই ছিল। পর্ণশ্রীতেই তা প্রথম স্থাপন করা হবে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, নতুন এ বাস স্ট্যান্ডের ভেতরে থাকবে চেয়ার, একটি স্মার্ট টয়লেট ও ব্রেস্ট ফিডিং কর্নার। রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে এ বাসস্ট্যান্ড। এটি একটি পাইলট প্রোজেক্ট। সফল হলে সারা কলকাতা জুড়েই হবে এমন বাসস্ট্যান্ড।
এদিকে, মেয়রের এমন প্রস্তাবে খুশি কলকাতার নাগরিকরা। দুই সন্তানের মা মৌমিতা দেবরায় বলেন, স্বাভাবিকভাবেই গোপনীয়তা সংক্রান্ত নারীদের অনেক সমস্যা থাকে। সঙ্গে দুধের শিশু থাকলে এ সমস্যা বহুগুণে বেড়ে যায়। অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ থাকলেও বাইরে বেরোনোর চিন্তা বাদ দিয়ে দিতে হয়। তাই পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি।
সদ্য মা হওয়া বিনিতা কর্মকার বলেন, এ প্রকল্প শুধু কলকাতা নয়, বাংলাজুড়ে হওয়া উচিত। এত মায়েরা একা বাচ্চা নিয়ে বের হতে পারবেন।
কলকাতা পৌরসভার জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানান, শিশুকে স্তন্যপান করানো একটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে লজ্জা থাকা উচিত নয়। তবে যতদিন না এ ছুঁৎমার্গ কাটছে ততদিন এমন ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ প্রয়োজন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।