সালাম মুর্শেদী বললেন- দুর্নীতি নয়, ক্রয়টা প্রপারলি হয়নি – দৈনিক গণঅধিকার

সালাম মুর্শেদী বললেন- দুর্নীতি নয়, ক্রয়টা প্রপারলি হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৩ | ১০:২৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর বাফুফে তাকে ‘আজীবন নিষিদ্ধ’ করেছে। সোমবার বাফুফে এক সংবাদ সম্মেলন ডাকে। সেখানে বাফুফের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষারকে। তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও ফেডারেশনের প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ফেডারেশনে সোহাগ যেন আর অংশ নিতে না পারে ওই সিদ্ধান্ত হয়েছে। ফেডারেশনে তার কোন স্থান নেই। এছাড়া আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। সেজন্য কমিটি গঠন করা হয়েছে।’ সালাম মুর্শেদী বাফুফের ফাইন্যান্স কমিটির সভাপতি। ফান্ড জালিয়াতির অভিযোগে সোহাগ নিষিদ্ধ হওয়ায় তার কমিটির কোন দায় আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, তার ফাইন্যান্স কমিটির বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তারা কোন দায় নেবেন না। কারণ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, ‘দুর্নীতি হয়নি। ক্রয়টা প্রপারলি হয়নি। এএফসি ও ফিফা থেকে বার বার তদন্ত করতে এসেছে। কোটেশন ফলো করা হয়নি বলে তারা সন্তুষ্ট হয়নি। আমরা এর কোন দায় নেব না। কারণ এটা বাফুফের ফাইন্যান্স কমিটির কোন দায় বা অভিযোগ না। এটা তার ব্যক্তিগত ভুল। সে সব ঠিকঠাক ফলো করেনি বলেই তো নিষিদ্ধ হয়েছে।’ বাফুফের নিষিদ্ধ জেনারেল সেক্রেটারি সোহাগের বিরুদ্ধে বাফুফেও তদন্ত কমিটি গঠন করেছে। দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেখানে বাফুফের চারজন সহ-সভাপতি আছেন। ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথাও বলেছে বাফুফে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা