
🇧🇩 লালমনিরহাট প্রতিনিধি
আরও খবর

রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার

চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ

গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২
মানসিক ভারসাম্যহীন মেয়েকে পটিয়ে ধর্ষণ
চকলেটের প্রলোভনে ধর্ষণ – তিন মাসের অন্তঃসত্ত্বা

লালমনিরহাটের আদিতমারীতে চকলেটের লোভ দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে ঐ নারী তিন মাসের অন্তঃসত্ত্বা।
বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। এই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত রবিউল ইসলাম তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। গত ২২ মার্চ বিকেলে ঐ নারীকে চকলেটের লোভ দেখিয়ে মহিষখোচা ইউনিয়নের বুলু মিয়া নামে একজনের ফাঁকা ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে রবিউল। এরপর বিষয়টি কারো কাছে বললে আর কোনোদিন চকলেট দেবে না বলে হুমকি দেয়। পরবর্তী রবিউল কৌশলে তাকে বিভিন্ন স্থানে নিয়ে ৪-৫ দিন ধর্ষণ করে।
কিছুদিনের মধ্যেই ভুক্তভোগীর শরীরে পরিবর্তন দেখা যায়। এক পর্যায়ে তার মা ও প্রতিবেশীরা জানতে চাইলে ভুক্তভোগী ধর্ষণের ঘটনা জানায়। পরে থানায় অভিযোগ করেন তার মা।
আমরা গরীব মানুষ। আমার মেয়ে প্রতিবন্ধী হওয়ায় তার বিয়েও দিতে পারি নাই। কোনো রকমে খেয়ে পরে জীবন চালাই। যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে তার শাস্তি চাই- এই বিষয়ে বলেন ভুক্তভোগীর মা।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক দৈনিক গণঅধিকার নিউজকে বলেন, ভুক্তভোগীকে হেফাজতে নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষা করিয়ে আদালতে জবানবন্দির ব্যবস্থা করা হবে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।