নিউজ ডেক্স
আরও খবর
লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৫
লেবাননে ফিলিস্তিনি একটি শরণার্থী শিবিরে ব্যাপক সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার এই সংঘর্ষ হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিডনের কাছে অবস্থিত দেশটিতে সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এই সংঘর্ষে সাতজন আহত হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে আহত সাতজনের মধ্যে দুই শিশুও রয়েছে।
ফিলিস্তিনের ফাতাহ রোববার এক বিবৃতিতে জানায়, 'ঘৃণ্য এক অভিযানে'র সময় কমান্ডার আশরাফ আল-আরমৌচি ও তার চার সঙ্গী নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয়ের এক বন্দুকধারী সশস্ত্র গোষ্ঠীর সদস্য মাহমুদ খলিলকে হত্যার চেষ্টা করতে গিয়ে তার এক সঙ্গীকে হত্যা করলে সংঘর্ষ বাধে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।