ইরানে তীব্র গরমে বাড়লো সরকারি ছুটি – দৈনিক গণঅধিকার

ইরানে তীব্র গরমে বাড়লো সরকারি ছুটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ৫:০৬
ইরানে একদিকে বন্যা অন্যদিকে খরা। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশটির জনসংখ্যা প্রায় ৮ কোটি। কিন্তু দিন দিন গরমের মাত্রা বেড়েই চলছে। অসুস্থ্য হয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই গরম থেকে মানুষকে রক্ষায় সরকার নানা পদক্ষেণ নিয়েছে। যার মধ্যে রয়েছে সাপ্তাহীক ছুটি ২ দিন করা। জানা যায়, ইরানের তীব্র দাবদাহ থেকে বাঁচতে ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। ইরানে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইলাম, বুশেহর এবং খুজেস্তান প্রদেশসহ অনেক শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। এছাড়া পশ্চিম ইরানের ডেহলোরান শহরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্ক করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে লোকজনকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করেছে। সরকারি মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমিকে বলেছেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য সারা দেশে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে মন্ত্রিসভা সম্মত হয়েছে।’ তীব্র গরমে অসুস্থ হয়ে বিগত কয়েকদিনে এক হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র পেদ্রাম পাখাইন সাম্প্রতিক সময়ে গরম জনিত অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়াকে খুবই উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। জুন মাসে ইরানে কর্মঘণ্টার সূচি পরিবর্তন করা হয়েছিল। তীব্র তাপমাত্রা এড়াতে ও বিদ্যুৎ সাশ্রয় করতে সরকার কাজ শুরুর সময় এগিয়ে এনেছিল। ইরানের জনসংখ্যা সাড়ে ৮ কোটি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই দেশটিতে বেশ কিছুদিন ধরে গরম বেড়েই চলেছে। তীব্র খরার পাশাপাশি কিছু এলাকায় বন্যাও দেখা গেছে দেশটিতে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি