ইউক্রেনকে এফ-১৬ বিমান দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত – দৈনিক গণঅধিকার

ইউক্রেনকে এফ-১৬ বিমান দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৩ | ৫:০৭
রাশিয়ার সঙ্গে টেক্কা দিতে ইউক্রেনকে শক্তিশালী এফ-১৬ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। রোববার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধবিমান সরবরাহের বিষয়টি চূড়ান্ত করেন। চুক্তি সই শেষে আইন্দহোভেনের একটি বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আজকের এ সিদ্ধান্তটি আমাদের জন্য ঐতিহাসিক, শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক। এটি ইউক্রেনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’ ইতোমধ্যেই নেদারল্যান্ডস ছাড়াও ডেনমার্ক ইউক্রেনের কাছে এফ-১৬ হস্তান্তর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের অনুমোদনের দুই দিন পর ইউক্রেনকে এ যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় এ দুটি দেশ। দ্য গার্ডিয়ান। এদিন ভোরেই পশ্চিম রাশিয়ার কুরস্ক শহরের একটি ট্রেন স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পরপরই দেশটির আঞ্চলিক গভর্নর তার টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে রেলওয়ে স্টেশন ভবনের ছাদে বিধ্বস্ত হয় এবং এরপর ছাদে আগুন ধরে যায়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, শনিবার ইউক্রেনের উত্তর শহর চেরনিহিভে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং ১৪৪ জন আহত হয়েছে। এই হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি আমাদের সেনারা রাশিয়ার এই সন্ত্রাসী হামলার জবাব দেবে। উলে­খযোগ্য জবাব।’ ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, এই হামলায় পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগ তাদের গাড়িতে ছিলেন, কয়েকজন রাস্তা পার হচ্ছিলেন; আর কিছু মানুষ চার্চ থেকে ফিরছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা