
নিউজ ডেক্স
আরও খবর

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের
সেই বিতর্কিত ঘটনায় আক্ষেপ নেই হারমানপ্রিতের

গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বিতর্কিত ঘটনার জন্ম দেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর। যে কারণে তাকে ২ ম্যাচ নিষিদ্ধ এবং ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়।
বিতর্কিত সেই ঘট্না প্রসঙ্গে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর বলেন, ‘আমি বলব না যে কোনো কিছু নিয়ে আমার আক্ষেপ আছে, কারণ দিনশেষে ক্রিকেটার হিসেবে চাওয়া থাকে মাঠে যেন ন্যায্য কিছু হয়। ক্রিকেটার হিসেবে সবসময়ই অধিকার আছে নিজের অনুভূতি প্রকাশ করার।’
হারমানপ্রিত আরও বলেন, ‘আমার মনে হয় না, কোনো ক্রিকেটার বা কোনো ব্যক্তিকে ভুল কিছু বলেছি আমি। মাঠে যা হয়েছে সেসবই বলেছি। এটা নিয়ে কোনো আক্ষেপ করি না।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী সেই ম্যাচটি টাই হওয়ায় সিরিজ ১-১ ড্র হয়।
ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারে নাহিদা আক্তারের বলে আউট হন হারমানপ্রিত। আম্পায়ারের আঙুল উঠতে দেখেই তিনি ফুঁসে ওঠেন। শুরুতে এক হাত দিয়ে থাবা মারেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। আম্পায়ারের দিকে তাকান আগুনে দৃষ্টিতে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে থাকেন টানা। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও আম্পয়ারদের নিয়ে বাজে মন্তব্য করেন হারমানপ্রিত।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।