বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ার ৪ বিমান ধ্বংস – দৈনিক গণঅধিকার

বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ার ৪ বিমান ধ্বংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ৬:০৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় ২ বছর হতে চলেছে। ইতোমধ্যে রাশিয়ার হামলায় ইউক্রেনের অনেক অঞ্চল পুরোপুরি কিংবা অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। তবে যুদ্ধ যত গড়াচ্ছে ততই রাশিয়া আক্রমণ বাড়িয়েছে। কিন্তু সম্প্রতিক সময়ে ইউক্রেনও রাশিয়া অভ্যন্তরে হামলা করছে। ইতোমধ্যে কয়েকদফা হামলায় রাশিয়ার অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে বিমানবন্দরে গুলোতে এ হমলা চালানো হচ্ছে। এসব হামলার জন্য রাশিয়ার বার বার ইউক্রেনকে দায়ী করছে। এদিকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের বিমানবন্দরে মঙ্গলবার ড্রোন হামলা হয়েছে।স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে। ওই অঞ্চলের গভর্নর বলেছেন, রুশ সামরিক বাহিনী একটি হামলা প্রতিহত করেছে। তিনি একটি ভিডিও আপলোড করেছেন যেখানে একটি বড় অগ্নিকাণ্ড আর গোলাবর্ষণের দৃশ্য দেখা যাচ্ছে এবং একটি বিস্ফোরণও শোনা যায়। একটি অসমর্থিত রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে চারটি ইলিউশিন-৭৬ পরিবহন বিমান বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পসকভ শহর ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে। এটা এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত অঞ্চল। জানা যায়, লাটভিয়া ও এস্টোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত ওই বিমানবন্দরে হামলার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আগুনের শিখা অনেক দূর থেকেও দৃশ্যমান হয়। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় মিডিয়া গুলির শব্দের কথাও বলেছেন। স্থানটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ মাইল দূরে। রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত তাস বার্তা সংস্থা জরুরি সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার সরকারে চারটি এলএল-৭৬ ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরটি দীর্ঘ দিন ধরে রুশ সামরিক বাহিনী ব্যবহার করে আসছে। আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে বলেন, প্রতিরক্ষা বাহিনী ওই ড্রোন হামলা প্রতিহত করেছে। তিনি জানান, হামলায় কেউ হতাহত হয়নি। রাশিয়ার সবচেয়ে পাঠকপ্রিয় নিরপেক্ষ নিউজ ওয়েবসাইট মেদুজা জানিয়েছে, বিমানবন্দরে ওই হামলায় ১০ থেকে ২০টি ড্রোন অংশ নেয়। এগুলোকে ছোট অস্ত্র ব্যবহার করে বিতাড়িত করা হয়। তবে একটি ড্রোন রিফুয়েলিং কমপ্লেক্সে আঘাত হানতে সক্ষম হয়। সূত্র : আল জাজিরা

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা