ইউক্রেনকে শাস্তি পেতেই হবে, নতুন হুমকি মস্কোর – দৈনিক গণঅধিকার

ইউক্রেনকে শাস্তি পেতেই হবে, নতুন হুমকি মস্কোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ১০:৩২
ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার ভোরের আলো ফুটতেই (স্থানীয় সময় ভোর ৫টা) ৪০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তাতে কয়েকটি আবাসিক ভবন ও শপিংমল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হন দুই বেসামরিক নাগরিক। প্রায় একই সময়ে কৃষ্ণসাগরে ইউক্রেনের সেনা বহনকারী চারটি নৌকা ধ্বংসেরও দাবি করেছে রাশিয়া। এসব নৌকায় ৫০ সৈন্য ছিল। রাতভর রাজধানীসহ রাশিয়ার ৬টি অঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় পেসকভ শহরের পেসকভ বিমানবন্দরে হামলার জেরে এই পালটা হামলা চালায় ক্রেমলিন। ড্রোন হামলায় ৪টি বিমান পুড়ে যাওয়ার পর ভয়ংকর এ হামলা চালাল মস্কো। গার্ডিয়ান, তাস। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মঙ্গলবার রাতে রাজধানী কিয়েভে হামলা চালায়। টেলিগ্রামে তিনি আরও বলেন, ‘গত বসন্তের পর এমন শক্তিশালী হামলার মুখে পড়েনি কিয়েভ।’ তিনি আরও বলেন, বিভিন্ন দিক থেকে কিয়েভ অভিমুখে প্রবেশ করতে থাকে ড্রোন। কিছুক্ষণ পর ‘টিইউ-৯৫এমএস’ বোমারু বিমান থেকে কিয়েভের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুদের ২০টি হামলা ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ভোরের দিকে কিয়েভের মেয়র জানান, ধ্বংসস্তূপের দিকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন দমকল কর্মীরা। এদিকে ইউক্রেনের বন্দরনগরী ওডেশাতেও রুশ হামলার কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের শীর্ষ জেনারেল দাবি করেছেন, শেষ রাতে রাশিয়া ৪০টির বেশি হামলা চালিয়েছে। এর মধ্যে ২৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ১৬টি ড্রোনের মধ্যে ১৫টি ধ্বংসের কথা জানান ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি। এদিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ‘ইউক্রেনকে শাস্তি পেতেই হবে’ বলে হুমকি দিয়েছে মস্কো। মঙ্গলবার মধ্যরাতে মস্কো, পেসকভ, ব্রায়াঙ্কসক, কালুগা, ওরোয়োল এবং রায়াজানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এর জবাবেই বুধবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে নতুন করে এই হুমকি দিলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। বলেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দায়ী ইউক্রেন। আর এসব হামলা চালাতে তারা পশ্চিমাদের গোয়েন্দা সহায়তা নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের এসব ড্রোন কোন জায়গা থেকে ছোড়া হচ্ছে, সে স্থান খুঁজে বের করার চেষ্টা করছে মস্কো। আর সেগুলো চিহ্নিত হয়ে গেলেই হামলা প্রতিহতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি