নিউজ ডেক্স
আরও খবর
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ
তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের
ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ
বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!
ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের
চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের
সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই
ভিসা না থাকলেও লামিচানেকে দলে ভেড়াতে চেষ্টা নেপালের
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেপালের সফলতম বোলার ছিলেন তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই ধাক্কা খেয়েছে তারা। টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র বিতর্কিত এই ক্রিকেটারকে ভিসা দেয়নি। দলের মূল অস্ত্র হওয়ায় তাকে দলে ভেড়াতে নেপাল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার এমন কথা জানিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।
নেপাল আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে। ধর্ষণ মামলা থেকে মুক্তি পাওয়ায় লামিচানের সেই দলে অন্তর্ভুক্তিতে আর কোনও বাধা নেই। কিন্তু ভিসা জটিলতায় তাকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাদের বোর্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ এএফপিকে বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা চেষ্টা করছি এখনও তাকে দলভুক্ত করা যায় কিনা।’
সাবেক অধিনায়ক লামিচানে বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানান, নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে ভিসা দেয়নি। বিষয়টাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। মূল পর্বে সন্দীপ লামিচান তাদের অন্যতম অস্ত্র হতে পারেন। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেপালের হয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি। যা ছিল দলটির সর্বোচ্চও! ৪ জুন ডালাসে তাদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
নেপালের প্রাথমিক দলটি এখন ক্যারিবিয়ানে অবস্থান করছে। অনুশীলন করছে সেন্ট ভিনসেন্টে। দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শিগগিরই যাবে যুক্তরাষ্ট্রে। ২৭ মে কানাডা ও ৩০ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।