পশ্চিম তীরে দূতাবাস খুলতে কলম্বিয়ার প্রেসিডেন্টের নির্দেশ – দৈনিক গণঅধিকার

পশ্চিম তীরে দূতাবাস খুলতে কলম্বিয়ার প্রেসিডেন্টের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ১১:৩০
ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে দূতাবাস খোলার নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বুধবার (২৩ মে) দূতাবাস খোলার সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো জানিয়েছেন, ফিলিস্তিনের রামাল্লাহ শহরে একটি দূতাবাস খোলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পেট্রো। মুরিলো আরও বলেন, আমি মনে করি, জাতিসংঘের আগেই আরও কয়েকটি দেশ শীঘ্রই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুরু করবে। ফিলিস্তিনিকে ইতোমধ্যেই সমর্থন দিয়েছে কলম্বিয়া। এই মাসের শুরুতে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়ে পেট্রো বলেছেন, গাজায় আগ্রাসন চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন তিনি। ৩ মে ইসরায়েলে কলম্বিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের পর পেট্রোর বিরুদ্ধে ‘সাম্প্রদায়িকতার’ অভিযোগ এনেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, কলম্বিয়ার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার স্বরূপ। পেট্রোর অভিযোগ, ইহুদিদের সম্পর্কে নাৎসিরা যেভাবে কথা বলেছিল, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওই ধরনের ভাষা ব্যবহার করছেন। অক্টোবরে, সংঘাত শুরু হওয়ার মাত্র কয়েকদিন পর ইসরায়েল কলম্বিয়াতে সামরিক রপ্তানি বন্ধ করে দেয়। এপ্রিলে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগদানের অনুরোধ করেছিলেন পেট্রো। কলম্বিয়া সরকার জানিয়েছে, কলম্বিয়ার লক্ষ্য হলো, গাজায় ফিলিস্তিনিদের দ্রুত নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে, নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কসহ দুর্বল জনগোষ্ঠীর প্রত্যেকের নিরাপত্তা পুরোপুরিভাবে নিশ্চিত করা। পশ্চিম তীরের একটি শহর হলো রামাল্লাহ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক রাজধানী হিসেবে কাজ করে এই শহর। কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা প্রথম ল্যাটিন আমেরিকার দেশ নয়। গত বছরের অক্টোবরের শেষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। এছাড়া চিলি ও হন্ডুরাসসহ লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি