
নিউজ ডেক্স
আরও খবর

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের
শিওনতেকের কাছে হারে বিদায় ওসাকার

টেনিস কোর্টে নতুন করে প্রত্যাবর্তনের পর নাওমি ওসাকা সেভাবে ছন্দে নেই। তার পরেও ফ্রেঞ্চ ওপেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিওনতেককে প্রায় হারিয়ে দিতে যাচ্ছিলেন। তুমুল লড়াইয়ের পর ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শিওনতেক। রুদ্ধশ্বাস লড়াইয়ে ওসাকাকে ৭-৬ (৭/১), ১-৬, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।
শেষ সেটে এক পর্যায়ে শিওনতেক ৫-২ গেমে পিছিয়ে ছিলেন। ওসাকা ছিলেন জয়ের কাছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অদম্য মনোবলে ঘুরে দাঁড়ান তার পর। শেষ ৫ টি ম্যাচ জিতে টানা তৃতীয় শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি।
শিওনতেক চতুর্থ নারী খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে চতুর্থ ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে এগিয়ে যাচ্ছেন। আর সেরেনা উইলিয়ামসের পর তিনি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ক্লে কোর্টে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন। আগে নিশ্চিত করেছেন মাদ্রিদ ও রোমের শিরোপা।
অবিশ্বাস্য ম্যাচের পর শিওনতেক নিজেই স্বীকার করেছেন, ‘ম্যাচটা তুমুল উত্তেজনার ছিল। যেমনটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি।’ প্রতিপক্ষ নাওমির প্রশংসা করে তিনি বলেছেন, ‘নাওমি দুর্দান্ত টেনিস খেলেছে। হয়তো কিছুদিনের মধ্যে সে ক্লে কোর্ট স্পেশালিস্ট হয়ে দাঁড়াবে।’
ওসাকা একমাত্র কন্যা সন্তান জন্মদানের পর মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন। বছরের শুরুতে প্রত্যাবর্তনের পর বিশাল জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এদিন। কিন্তু অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়ায় হারের যন্ত্রণা সঙ্গী হয়েছে তার।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।