
নিউজ ডেক্স
আরও খবর

বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪

অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত; স্বামী আটক

পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩৫) নামে ঈশ্বরদী ইপিজেডের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। রবিবার (২ জুন) সকালে ঈশ্বরদী ইপিজেড মোড় এলাকার ঈশ্বরদী-পাকশী সড়কে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস কর্মী রিনা রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাঁপাইনবাবগঞ্জের মিলন হোসেনের স্ত্রী। তিনি ঈশ্বরদী ইপিজেডের একটি পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সকালে শত শত শ্রমিক যখন কাজে যোগদান করতে ইপিজেডের প্রধান ফটক দিয়ে প্রবেশ করছিলেন তখন সবার সামনেই সাবেক স্বামী মিলন রাস্তায় নিহত রিনাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় স্থানীয়রা তাকে আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী মিলনকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ আরো জানায়, ২০০৮ সালে তাদের প্রথম বিয়ে হয়, মাঝে বনিবনা হওয়ায় ছাড়াছাড়ি হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে। ২০২০ সালে আবারও বিয়ে করে সংসার শুরু করলে স্বামীর নির্যাতন শুরু হলে নিজের মতো জীবন যাপন করতে রিনা ঈশ্বরদী ইপিজেডে চাকরি নিয়ে আলাদা জীবন যাপন করতে থাকে।
স্বামী মিলন মাদকাসক্ত বিধায় মিলন তার সাথে থাকতে চাইলে রিনা আপত্তি করে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বিবাদ লেগেই থাকতো। এরই জেরে রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী মিলন উত্তেজিত হয়ে স্ত্রী রিনাকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
এ ঘটনায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে, মামলা হলে মিলনকে ওই মামলায় জেলহাজতে পাঠানো হবে। আটককৃত মিলন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি। দাম্পত্য কলহের কারণে রাগের মাথায় এমনটি হয়েছে, তবে হত্যার উদ্দেশ্যে তাকে ছুড়িকাঘাত করা হয়নি বলেও মিলন স্বীকার করেছেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।