যশোরে ডিবি পরিচয়ে মুঠোফোনে ভোট না দিতে হুমকি – দৈনিক গণঅধিকার

যশোরে ডিবি পরিচয়ে মুঠোফোনে ভোট না দিতে হুমকি

আটক ৫, দুটি মোবাইল জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ৯:৪৮
যশোরে ডিবি পুলিশ পরিচয়ে মোবাইলে দোয়াত কলম মার্কায় ভোট না দেওয়ার হুমকির ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইলও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে সোমবার দিনগত রাতে সদর উপজেলার ঘোষপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ঘোষপাড়ার মিঠুন ঘোষ, তার ভাই অসিম ঘোষ, লেবুতলার জসিম উদ্দিন, ফুলবাড়ির মুহিন হোসেন ও ঘোষপাড়ার বিশ্বজিৎ ঘোষ। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, সোমবার রাতে দোয়াত কলমের সমর্থক লেবুতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর খাইরুলকে মোবাইল ফোনে কল দিয়ে এক ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দেন। এরপরে তাকে বলা হয় যদি ভোট করা হয় তাহলে খবর আছে। এ জন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকিও দেওয়া হয়। ঘটনার পর দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার যশোর বরাবর মোবাইলে হুমকির অডিও ক্লিপসহ অভিযোগ করেন। বিষয়টি তদন্তে নামে পুলিশ। এর ধারাবাহিকতায় ডিবির এসআই মফিজুল ইসলাম ও ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ পবিত্র বিশ্বাস ওই মোবাইল ফোনের নম্বর ট্র্যাকিং করে সোমবার রাতে লেবুতলা থেকে প্রথমে একজনকে আটক করে। এরপর তার স্বীকারোক্তিতে আরও চারজনকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা জুয়েল ইমরান আরও জানান, মূলত খায়রুল মেম্বার ও তার সহযোগীরা আসন্ন উপজেলা নির্বাচনে পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র ও নাটক সাজিয়েছে। এ ঘটনায় খাইরুল মেম্বারসহ অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। বিকেলে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা