 
                                                        
                                নিউজ ডেক্স                            
                        আরও খবর
 
                                ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা
 
                                মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০
 
                                একদল যায়, আরেক দল এসে লুটে খায়
 
                                রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা
 
                                কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার
 
                                মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম
 
                                আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
খুলনার ৩ উপজেলার প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম
 
                             
                                               
                    
                         ৪র্থ ধাপে খুলনার রূপসা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। 
বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত খুলনার তিনটি উপজেলার ১৮৪টি কেন্দ্রে ৮-১০ শতাংশ ভোট পড়েছে। এসময় তুলনামূলক নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। 
বটিয়াঘাটার চক্রাখালি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ কামরুজ্জামান জানান, বেলা ১১টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ১০ শতাংশ। প্রচণ্ড গরমের কারনে ভোটার উপস্থিতি কম। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে। এই কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধাসহ অনেককে ভোট দিতে দেখা গেছে।
রূপসার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৮ শতাংশ। 
এদিকে, বেলা ১১টার দিকে রূপসা কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে যান খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। জেলা প্রশাসক বলেন, শান্তিপূর্ণভাবে ভয়মুক্ত পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা আগ্রহ নিয়েই ভোটকেন্দ্রে আসছেন এবং ভোট প্রদান করছেন। 
পুলিশ সুপার বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র ও কেন্দ্রের বাইরে একাধিক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
জানা যায়, তিন উপজেলার ১৮৪টি কেন্দ্রের মধ্যে ২৪টি অধিক ঝুকিপূর্ণ, ৭৫টি ঝুকিপূর্ণ ও ৮৫টি সাধারণ কেন্দ্র রয়েছে।   
                    
                    
                                                            
                    
                                    


দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।