এমবাপের রিয়ালে যাওয়া ‘ফুটবলের কফিনে শেষ পেরেক’ : ম্যাক্স ইভিইরলে – দৈনিক গণঅধিকার

এমবাপের রিয়ালে যাওয়া ‘ফুটবলের কফিনে শেষ পেরেক’ : ম্যাক্স ইভিইরলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১১:৫৪
বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে তার আসার কথা শোনা যাচ্ছিল অনেক বছর ধরেই। কিন্তু দুই ক্লাবের বনিবনা হচ্ছিল না, এমবাপেকে ছাড়তে চাইছিল না পিএসজি। সাত বছর ক্লাবটিতে কাটানোর পর এবারের মৌসুম শুরুর আগে এমবাপে ফ্রিতেই এসেছেন মাদ্রিদে। বছরে প্রায় ১৫ মিলিয়ন ইউরো বেতন দেওয়া হবে এমবাপেকে, এর সঙ্গে তিনি পাচ্ছেন ১৫০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস; এমন খবর ছড়িয়েছে। এমবাপের এমন দলবদলকে ‘ফুটবলের কফিনে শেষ পেরেক’ মনে হচ্ছে বায়ার্ন মিউনিখের ডিরেক্টর ম্যাক্স ইভিইরলের। বড় খেলোয়াড়দের চুক্তি শেষ করে অন্য ক্লাবে যাওয়ার সমালোচনা করেছেন তিনি। তার মতে, দলবদলের মার্কেট থেকে অর্থ কমে যাচ্ছে এতে। ম্যাক্স বলেন, ‘আপনি সবসময়ই টাকার লোভী মানুষ হতে পারেন। কিন্তু সবাই যখন এমন হয়ে যাবে, তখন এটা ফুটবলের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। যত টাকা বাইরে চলে যাচ্ছে (মার্কেট থেকে) কোনো একটা জায়গায় গিয়ে, আমাদের ব্যবসার জন্য আর কিছুই বাকি থাকবে না।’ ‘আমরা এখন একশ মিলিয়ন নিয়ে কথা বলছি। এটা আসলে অনেক টাকা। একটা জায়গায় গিয়ে আপনার মনে হবে, সবকিছু শেষ হয়ে যাবে। এরপর সৌদি আরবও আছে। এটা আসলে খুব ভালো মনে হচ্ছে না। মার্কেট থেকে টাকা চলে যাচ্ছে। কোনো ক্লাবই এর থেকে লাভবান হচ্ছে না।’ পিএসজির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপে। এর মধ্যে ৪২টি এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। সবমলিয়ে পিএসজির হয়ে ৩৬৪ গোলে অবদান রেখেছেন তিনি। তার চেয়ে বেশি আর এই অবদান নেই কারও। এমন খেলোয়াড়ের ফ্রিতে দল ছাড়া মানতে পারছেন না ম্যাক্স। তিনি বলেন, ‘খেলোয়াড়রা, পরিবার, অ্যাজেন্ট সবাই লাভবান হচ্ছে কিন্তু শুধু ক্লাব ছাড়া। অতীতে অন্তত ক্লাবগুলো লাভ করতো। টাকাটা একটা সাইকেলের ভেতর থাকতো। এখন সেটা দিন দিন কেবল কমছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা