সংবাদ সম্মেলনে পিপির ওপর দায় চাপালেন যশোর জেলা আ.লীগ সভাপতি – দৈনিক গণঅধিকার

সংবাদ সম্মেলনে পিপির ওপর দায় চাপালেন যশোর জেলা আ.লীগ সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৪ | ১১:০৬
যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। মঙ্গলবার (১১ জুন) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি গত রবিবার রাতে যশোর কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুলের ওপর হামলার কথা অস্বীকার করেছেন। শহিদুল ইসলাম মিলন বলেন, ‘মোস্তাফিজুর রহমান মুকুল ফুটপাত ভাড়া দিয়ে খান। সেদিন রাতে তিনিই পুলিশকে দিয়ে ফুটপাতে বসতে চাওয়া ওই ছেলেটাকে মার খাওয়ান। আমি যখন পুলিশ ফাঁড়িতে যাই, ততক্ষণে সব মীমাংসা হয়ে গেছে। এখন অসৎ রাজনীতির কারণে আমার নামে অপবাদ দিচ্ছেন।’ ‘আজ সকালে আইনজীবী সমিতির কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন শুনেছি। তারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমি সংবাদ সম্মেলন করে আমার বক্তব্য জানাতে এসেছি। মোস্তাফিজুর রহমান মুকুল আমার বিরুদ্ধে মামলা করলে আমিও পাল্টা করবো’– বলেন তিনি। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন– আওয়ামী লীগ নেতা মুন্সি মহিউদ্দিন, অধ্যক্ষ হারুন অর রশীদ, ফিরোজ খান, ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমন প্রমুখ। এর আগে, পিপিকে লাঞ্ছিতের প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন‌ আইনজীবীরা। মানববন্ধনে আইনজীবী নেতৃবৃন্দ বলেন, ‘আইনজীবী সমিতির (দ্বিতীয় ভবন) সামনের ফুটপাতে কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী টেবিল পেতে কাপড় বিক্রি করেন। সেখানে এক ব্যবসায়ীকে জোর করে উঠিয়ে, অন্য একজনকে বসান শাহীন নামে এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে তিনি এ টেবিল বসিয়েছেন। এটি কেউ উঠালে তার হাত কেটে নেওয়া হবে। এ নিয়ে ব্যবসায়ীদের একটি পক্ষ পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন। ‘এরপর ফাঁড়ির এসআই হেলাল মীমাংসার জন্য গত রবিবার ৯ (জুন) রাত সাড়ে ১০ টার দিকে শাহীনসহ অন্য ব্যবসায়ীদের ডেকে পাঠান। একইসঙ্গে তাকেও (আওয়ামী লীগ নেতা ও পিপি মোস্তাফিজুর রহমান মুকুলকে) ফাঁড়িতে ডেকে নেন। কিন্তু হঠাৎ করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন একদল যুবক নিয়ে ফাঁড়িতে আসেন। তিনি মুস্তাফিজুর রহমান মুকুলকে “ধান্দাবাজি করিস” উল্লেখ করে মারপিট শুরু করেন। এসময় বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয়।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক