উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণ, কমিটির তদন্ত শুরু – দৈনিক গণঅধিকার

উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণ, কমিটির তদন্ত শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ৯:১৮
সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ তদন্তে গঠিত ৪ সদস্যের কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে। কমিটির চার সদস্য বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রথম সভা করেছেন। এ প্রসঙ্গে তদন্ত কমিটির সদস্য ও পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক ইমরান বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আমরা ৪ সদস্য আজ থেকে কাজ শুরু করেছি। প্রথম দিনে উদয়ন ট্রেনে ওই সময় যারা ছিল, তাদের অনেকের মতামত নেওয়া হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রতিবেদন জমা দিতে পারবো। এ প্রসঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে কমিটি তাদের কাজ শুরু করেছেন। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণী ধর্ষণের শিকার হন। বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উদয়ন ট্রেনের খাবারের বগিতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ট্রেনটি ওই সময় লাকসাম জংশন পার হচ্ছিল। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। চট্টগ্রাম পৌঁছে বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটে। রেলওয়ে পুলিশ জানায়, ওই তরুণী উদয়ন এক্সপ্রেসে উঠে খাবারের বগিতে অবস্থান নেন। ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী প্রথমে তাকে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করে। ভুক্তভোগী সিলেট গিয়েছিলেন ভাইয়ের বাসায়। তার বাড়ি বান্দরবানে। বাড়ি যাওয়ার জন্যই চট্টগ্রামে আসছিলেন। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগে বুধবার রেলওয়ে থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনায় এদিন ৩ জন এবং আজ আরেকজনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ৪ জনই ওই ট্রেনে খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কর্মী। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। এ ঘটনায় বুধবার আটকককৃত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ৩ কর্মী হলো জামাল (২৯), শরীফ (২২) ও রাশেদুল ইসলাম (২৮)। বৃহস্পতিবার মো. রাসেল (২৬) নামে আরও একজনকে আটক করা হয়েছে। আজ ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। উদয়ন এক্সপ্রেসের পাশাপাশি পাহাড়িকা এক্সপ্রেসেও প্রতিষ্ঠানটির খাবার সরবরাহ স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ দুটি ট্রেনে খাবার সরবরাহ করে আসছিল এসএ করপোরেশন। এ ঘটনায় উদয়ন ট্রেনের গার্ড আবদুর রহিমকে বরখাস্ত করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা