
নিউজ ডেক্স
আরও খবর

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের
ব্রাজিল কি প্রথম জয়ের দেখা কি পাবে ?

কোনভাবেই যেন প্রশ্নবিদ্ধ পারফরম্যান্স কাটিয়ে উঠতে পারছে না ব্রাজিল। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ে কোপা আমেরিকা শুরু করেছে তারা। শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় নেভাডার অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে তারা প্রথম জয়ের খোঁজে প্যারাগুয়ের মুখোমুখি হবে।
৫ ডিফেন্ডারের আল্ট্রা-ডিফেন্সিভ কোস্টারিকার বিপক্ষে গোল পেতে ঘাম ছুটেছে ব্রাজিলের। কিন্তু সফল হয়নি। বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখের সামনে তারা ছিল অচেনা একটি দল। প্রতিপক্ষের বক্সের মধ্যে বল নিয়ে ঘোরাফেরা করলেও ১৯ শটের মধ্যে টার্গেটে রাখতে পেরেছিল মাত্র তিনটি।
প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যাওয়া প্যারাগুয়েও সম্ভবত কোস্টারিকার মতো ডিফেন্সিভ খেলা খেলবে। নিশ্চিত করে বলা যায়, তাহলে ব্রাজিলের ৬২ বছর বয়সী কোচ দোরিভাল জুনিয়রের জন্য আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন রক্ষণ মোকাবিলা করে কীভাবে গোলমুখ খোলা যায়, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি।
অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতা কোস্টারিকার বিপক্ষে পাঁচটি শট নিলেও টার্গেট মিস করেন, একবার বল লাগে পোস্টে। তার বিশ্বাস, দলে ট্যাকটিকালের চেয়ে মানসিক সমস্যা বেশি। ব্রাজিলকে ধৈর্য ধরতে হবে বললেন তিনি।
দলের প্রাণভোমরা নেইমার গুরুতর হাঁটুর ইনজুরিতে কোপার স্কোয়াডে নেই। দোরিভালের আক্রমণভাগের মূল ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের জার্সিতে দারুণ একটি মৌসুম কাটানো ২৩ বছর বয়সী ফরোয়ার্ড কোস্টারিকার বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন। দল একের পর সুযোগ নষ্ট করেছে, তারপর তাকে ৭০ মিনিটে তুলে নেওয়ার পর ভক্ত ও বিশ্লেষকদের মাথায় হাত পড়েছিল।
হতাশা এতটাই ঘিরে ধরেছিল যে সবচেয়ে ঠাণ্ডা মেজাজের জন্য পরিচিত ব্রাজিল অধিনায়ক দানিলোও ক্ষুব্ধ হয়ে যান। ফুল টাইমের পর স্ট্যান্ডে ভক্তদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাকে সরিয়ে আনেন সতীর্থরা।
প্যারাগুয়ের বিপক্ষে দলে পরিবর্তন আনার কোনও ইঙ্গিত দেননি দোরিভাল। যদিও ভিনিসিয়ুস ও রদ্রিগোর সঙ্গে এনদ্রিককে আক্রমণভাগে যুক্ত করার একটা চাপ আসছে ভক্ত ও গণমাধ্যমের পক্ষ থেকে।
১৭ বছর বয়সী স্ট্রাইকার এনদ্রিক এই বছর দোরিভালের প্রথম দুটি ম্যাচের নায়ক। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে গোল করেছিলেন। কিছু দিন পর স্পেনের বিপক্ষে ব্রাজিলের ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলে ড্র করার ম্যাচেও সমতা ফেরান তিনি।
তবে দোরিভালের সোজাসাপ্টা কথা, এনদ্রিককে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চান না। কিন্তু ২৩ বছরের মধ্যে সবচেয়ে বাজে রেকর্ড টানা পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচে কোনও জয় না পাওয়ার পর ভক্তদের কথা কি শুনবেন এই কোচ?
দোরিভালের সামনে কঠিন চ্যালেঞ্জ। প্যারাগুয়ের সঙ্গেও হোঁচট খেলে গতবারের রানার্সআপদের বিদায়ঘণ্টা কিন্তু বেজে যাবে! ‘ডি’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া। সমান একটি করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ব্রাজিল ও কোস্টারিকা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।