নিউজ ডেক্স
আরও খবর
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি
‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা
গাজায় অনাহারে মৃত্যু ২০০ ছুঁইছুঁই
শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার
ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭২
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি
রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
প্রাণঘাতী রুশ হামলার পর আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৯ জুন) রাতে ভিলনিয়ানস্কে রুশ হামলায় দুই শিশুসহ ৭ জন নিহতের পর রবিবার টেলিগ্রামে তিনি লিখেছেন, আমাদের শহর ও মানুষেরা প্রতিদিন এমন রুশ হামলার শিকার হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ভিলনিয়ানস্ক জাপোজ্জিয়া অঞ্চলের একটি শহর। হামলার পর ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি পার্কে কম্বলে মোড়া মরদেহ রয়েছে। পাশে রয়েছে পুড়ে যাওয়া ভূখণ্ড ও বিধ্বস্ত ভবন।
জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বোমাবহনকারী উড়োজাহাজ ধ্বংসের জন্য ইউক্রেনের সেনা ও সরঞ্জাম প্রয়োজন। আমাদের জনগণকে রক্ষার জন্য স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। রাশিয়ার প্রতিদিনের ত্রাস প্রতিহত করতে দূরে আঘাতে সক্ষম অস্ত্র ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
মার্চ মাস থেকে রুশ সেনারা ইউক্রেনে নতুন ধরনের গাইডেড বোমা ব্যবহার করছে। এসব বোমা ব্যবহার করে ইউক্রেনীয় শহর ও গ্রামে হামলা চালানো হচ্ছে।
জেলেনস্কি বলেছেন, গত সপ্তাহে রাশিয়া ৮০০টির বেশি গাইডেড বোমা ইউক্রেনে নিক্ষেপ করেছে।
ইউক্রেনের চারটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এগুলো সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এমন অস্ত্রের জন্য জেলেনস্কির বারবার অনুরোধের পর জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও যুক্তরাষ্ট্র আরও প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
শনিবার দিনে ও রাতে রুশ হামলায় সব মিলিয়ে ১৫ জন বেসামরিক ও ৩৭ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।