অবিশ্বাস্য জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা – দৈনিক গণঅধিকার

অবিশ্বাস্য জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:১১
সেঞ্চুরিয়ন টেস্টে যে রোমাঞ্চকর কিছু হতে যাচ্ছে সেটা গতকালই (২৮ ডিসেম্বর) বোঝা গিয়েছিল। চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২১ রান। আর পাকিস্তানের ৭ উইকেট। কিন্তু লাঞ্চের আগে ভয়াবহ ব্যাটিং ধসে পুরো ম্যাচটাই হেলে পড়ে পাকিস্তানের দিকে! ৯৯ রানে পড়ে যায় ৮ উইকেট! সেখান থেকে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের অসাধারণ ব্যাটিং বীরত্বে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক দল। ২ উইকেটের রোমাঞ্চকর এই জয়ে প্রোটিয়ারা আবার নিশ্চিত করেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। লাঞ্চের আগে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর নড়বড়ে পরিস্থিতি আর কঠিন চাপ সামাল দেন পেসার কাগিসো রাবাদা ও অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন তারা। অবশ্য ব্যাট হাতে রান তোলার মূল কাজটা করেছেন রাবাদা। ২৬ বলে ৫ চারে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। ইয়ানসেন ছিলেন সতর্ক। ২৪ বলে ৩ চারে তিনি অপরাজিত ছিলেন ১৬ রানে। প্রোটিয়াদের ধসের পেছনে মূল অবদান ছিল তিন বছর অনুপস্থিতির পর খেলতে আসা পেসার মোহাম্মদ আব্বাসের। ১৯.৩ ওভারের ম্যারাথন স্পেলে ৫৪ রানে নেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট! যদিও সেই নৈপুণ্য ম্লান হয়ে পড়েছে রাবাদা-ইয়ানসেনের ব্যাটিং বীরত্বে। তাতে দক্ষিণ আফ্রিকায় টানা নবম টেস্ট হেরেছে পাকিস্তান। যার শুরুটা সেই ২০০৭ সালে। দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানের মামুলি লক্ষ্যে দিনের শুরুটা একেবারে খারাপ ছিল না দক্ষিণ আফ্রিকার। ৩ উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিক দল চতুর্থ উইকেট হারায় ৬২ রানে। প্রান্ত আগলে খেলতে থাকা এইডেন মারক্রাম ব্যক্তিগত ৩৭ রানে আব্বাসের বলে বোল্ড হলে ভাঙে প্রতিরোধ। তার পরও সমস্যা ছিল না। অধিনায়ক তেম্বা বাভুমা এগিয়ে নিতে থাকেন দলকে। প্রোটিয়া অধিনায়ককে ব্যক্তিগত ৪০ রানে ফিরিয়ে এই প্রতিরোধও ভাঙেন আব্বাস। তখন স্কোর ছিল ৫ উইকেটে ৯৬। তার পর নাসিম শাহ, আব্বাসের তোপেই দ্রুত সময়ে ধ্বংসস্তূপে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৯৯ রানে ৮ উইকেট! সেখান থেকেই ব্যাটিং বীরত্বে ম্যাচ জয়ে অবদান রাখেন পেসার কাগিসো রাবাদা ও অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। স্কোর: পাকিস্তান ২১১ (কামরান ৫৪; প্যাটারসন ৫/৬১, বশ ৪/৬৩) ও ২৩৭ (শাকিল ৮৪, বাবর ৫০; ইয়ানসেন ৬/৫২) ফল: দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জয়ী। দক্ষিণ আফ্রিকা ৩০১ (মারক্রাম ৮৯, বশ ৮১; শাহজাদ ৩/৭৫, নাসিম ৩/৯২, আমের ২/৩৬) ও ১৫০/৮ (বাভুমা ৪০, মারক্রাম ৩৭, রাবাদা ৩১*, ইয়ানসেন ১৬*) ম্যাচসেরা: এইডেন মারক্রাম।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক