
নিউজ ডেক্স
আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে?

ভিপি নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগ সত্য নয়: গণঅধিকার পরিষদ

‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়’

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন
বেড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সংঘর্ষে আহত ৩০

পাবনার বেড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বেড়া বাজার এলাকার কাদের ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেড়ায় বেশ কয়েকটি মিছিল বের হয়। দুদিক থেকে আসা দুটি মিছিল কাদের ডাক্তারের মোড়ে এলে হালকা ধাক্কা লাগে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এরপর মসজিদের মাইকে মাইকিং করে উপজেলার পৌর এলাকার হাতিগাড়া ও বনগ্রাম সওদাগর পাড়ার মধ্যে এলাকাভিত্তিক সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষকারীরা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে লিপ্ত দুটি মিছিলের একটির নেতৃত্বে ছিলেন বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুরাদ ও অন্যটির নেতৃত্বে পৌর ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক প্রান্ত সওদাগর এবং ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক বক্কার।
এদিকে আহতরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। সংঘর্ষে লিপ্ত দুই গ্রুপের কারোর সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই এলাকাসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনায় সংঘর্ষে লিপ্ত হন তারা। এরপর এটি ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। সেনাবাহিনী এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেনাবাহিনীর সঙ্গে আমিনপুর ও সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।