কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৫ – দৈনিক গণঅধিকার

কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ | ১১:৪৩
শুক্রবার (১৬ মে) দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এরআগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন - উপজেলা শিলাইদহ ইউনিয়ন পরিষদের আবু জাফর (৩৩) ও নয়ন শেখ (২০)। জাফর শিলাইদহ ইউনিয়নের নাউতি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং নয়ন একই গ্রামের শাজাহান শেখের ছেলে। অন্যান্যরা হলেন - পৌরসভার দুর্গাপুর এলাকার মৃত আশরাফ হোসেনের ছেলে আশিকুর রহমান সজিব (৩৭), শিলাইদহের জাহেদপুর গ্রামের মতিয়ার মণ্ডলের ছেলে তারেক মণ্ডল (৩৭) এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নাঙ্গলবাধ এলাকার রুস্তম মল্লিকের ছেলে রাব্বি মল্লিক (২৬)। পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জের নিকলী থানার রসুলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মুনছুর সৌদিআরব থাকেন। এক ভাবির মাধ্যমে মুনছুরের সঙ্গে পরিচয় হয় ঘটনার শিকার ওই নারীর। তারা স্মার্টফোনে ইমোতে ভিডিও কলে কথা বলতেন। এক পর্যায়ে তাদের মাঝে গভীর সম্পর্ক হয় এবং ইমো কলে অশ্লীল ভিডিওতে জড়িয়ে পড়েন ওই নারী। এরপর মুনছুর সেই অশ্লীল ভিডিও ধারণ করে অন্যান্য আসামিদের মাধ্যমে গত বৃহস্পতিবার বিকেলে ওই নারীর কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওইদিন রাতে ওই নারী বাদী হয়ে ছয়জনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। প্রধান আসামি মুনছুর প্রবাসে থাকায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ওই মেয়ে প্রবাসীদের সঙ্গে টাকার বিনিময়ে ইমোতে অশ্লীল চ্যাটিং করে থাকেন। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা