
নিউজ ডেক্স
আরও খবর

কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা

কুমারখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পদে দেখতে চাই নিশান শেখ শাওন কে

বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ

আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়

মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই

এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই

কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক
কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৫

শুক্রবার (১৬ মে) দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এরআগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন - উপজেলা শিলাইদহ ইউনিয়ন পরিষদের আবু জাফর (৩৩) ও নয়ন শেখ (২০)। জাফর শিলাইদহ ইউনিয়নের নাউতি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং নয়ন একই গ্রামের শাজাহান শেখের ছেলে। অন্যান্যরা হলেন - পৌরসভার দুর্গাপুর এলাকার মৃত আশরাফ হোসেনের ছেলে আশিকুর রহমান সজিব (৩৭), শিলাইদহের জাহেদপুর গ্রামের মতিয়ার মণ্ডলের ছেলে তারেক মণ্ডল (৩৭) এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নাঙ্গলবাধ এলাকার রুস্তম মল্লিকের ছেলে রাব্বি মল্লিক (২৬)।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জের নিকলী থানার রসুলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মুনছুর সৌদিআরব থাকেন। এক ভাবির মাধ্যমে মুনছুরের সঙ্গে পরিচয় হয় ঘটনার শিকার ওই নারীর। তারা স্মার্টফোনে ইমোতে ভিডিও কলে কথা বলতেন। এক পর্যায়ে তাদের মাঝে গভীর সম্পর্ক হয় এবং ইমো কলে অশ্লীল ভিডিওতে জড়িয়ে পড়েন ওই নারী। এরপর মুনছুর সেই অশ্লীল ভিডিও ধারণ করে অন্যান্য আসামিদের মাধ্যমে গত বৃহস্পতিবার বিকেলে ওই নারীর কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওইদিন রাতে ওই নারী বাদী হয়ে ছয়জনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। প্রধান আসামি মুনছুর প্রবাসে থাকায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ওই মেয়ে প্রবাসীদের সঙ্গে টাকার বিনিময়ে ইমোতে অশ্লীল চ্যাটিং করে থাকেন। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।