চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক গণঅধিকার

চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ১১:৫৮
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় চিরিরবন্দর উপজেলার দারুল ফালাহ ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ রাশেদুল হক, চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোঃ লুৎফর রহমান, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাঃ মোঃ রাজিউল ইসলাম, পেশাজীবি ফোরাম চিরিরবন্দর শাখার সভাপতি মোঃ রমজান আলী, চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামীর সকল ইউনিয়নের কর্মীসমর্থকবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা বলেন, "জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি ফিরবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় এ দাবি জনগণের দাবি"। এসময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি তুলে ধরেন। ১। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪। বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেন "একটি দল ৫ আগষ্টের-২৪ পরবর্তী সময় স্বৈরাচারের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। চান্দার পরিমাণ এতো পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে চান্দাভাই শুধু রাজধানীতেই নয় দেশের প্রতিটি ইউনিয়নে তৈরি হয়েছে"। সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে