আপন মহিমায় উজ্জ্বল গান্ধি ভাই-বোন – দৈনিক গণঅধিকার

আপন মহিমায় উজ্জ্বল গান্ধি ভাই-বোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ৮:১৩
বছরের পর বছর ধরে বিজেপির উপহাস আর ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কখনও পাপ্পু, কখনও শেহজাদে-এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতারা। গত এক দশক ধরে সবগুলো নির্বাচনে বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার। কিন্তু এবার ঘুরে দাঁড়িয়েছে গান্ধী পরিবার। বুথফেরত জরিপগুলোর আভাসকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কাকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসে এ তথ্য। কার্যত ভারতুজুড়ে জোড়ো যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী। আর এই পথচলায় জনগণের সঙ্গে তার মিথস্ক্রিয়া তাকে শুধু টিভির পর্দাতেই নয়, মানুষের কাছাকাছিও নিয়ে এসেছিল। সেই সঙ্গে তার সম্পর্কে বিজেপি যে ধারণা মানুষের মনে গেঁথে দিয়েছিল তা পাল্টে গিয়েছিল। ভারত তথা পুরো বিশ্ব দেখেছে, রাহুল গান্ধী সাধারণ মানুষকে জড়িয়ে ধরছেন। ছাত্র থেকে শুরি করে ট্রাকচালক-সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে কথা বলছেন। রাহুল গান্ধীর এই চেহারা ভারতবাসী আগে দেখেননি। আবার নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন, এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তিনি তা করেননি। আর সেটা নিয়ে বিরোধী নেতারা উপহাস করতে ছাড়েননি। তবে তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা। জানিয়ে দিয়েছিলেন, প্রচারণাকেই ফোকাস করতে চান তিনি। নির্বাচনে দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে। কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা। এবার আমেথি ও রায়বেরেলি দুটি আসনেই তৎপর ছিলেন প্রিয়াঙ্কা। দুটি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস। আমেথিতে গতবার রাহুল গান্ধির পরাজয়েরই যেন এবার শোধ নিলেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা। ২০২৪ সালের নির্বাচন প্রিয়াঙ্কাকে সুবক্তা হিসেবে তুলে ধরেছিল যেখানে শুধু ভাষণই দেননি। জনগণের সাথে সংযোগও স্থাপন করেছিলেন। নির্বাচনী প্রচারণা মোদি যখন বলেছিলেন, কংগ্রেস ভারতের মা-বোনদের মঙ্গলসূত্র কেড়ে নিতে চায়। সেই সময় প্রিয়াঙ্কার উত্তর ছিল, ‘দেশ স্বাধীন হয়েছে ৭০ বছর ধরে। কংগ্রেস ৫৫ বছর ক্ষমতায় ছিল। কেউ কি আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়েছিল? বরং যখন যুদ্ধ চলছিল তখন ইন্দিরা গান্ধী তার গহনা তুলে দিয়েছিল দেশসেবার জন্য। আমার মা তার মঙ্গলসূত্র দেশের জন্যই উৎসর্গ করেছে’। এভাবেই গান্ধী ভাই-বোন বিজেপির তৈরি করা কংগ্রেসের ভাবমূতি ভেঙে দিয়েছিলেন। এছাড়া কংগ্রেস এবার লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩২৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাকী ২১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ইন্ডিয়া জোটের শরিকরা। এনডিটিভির ফলাফল আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে ২৯৬ আসনে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া এগিয়ে রয়েছে ২২৯ আসনে। ভোটের ফল যাই হোক না কেন, গান্ধি ভাই-বোন এবার গান্ধি পরিবার তথা নিজেদের ভাবমূর্তি সঠিকভাবে তুলে ধরতে পেরেছেন-এটাই সবচেয়ে আশার কথা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা