আপন মহিমায় উজ্জ্বল গান্ধি ভাই-বোন – দৈনিক গণঅধিকার

আপন মহিমায় উজ্জ্বল গান্ধি ভাই-বোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ৮:১৩
বছরের পর বছর ধরে বিজেপির উপহাস আর ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কখনও পাপ্পু, কখনও শেহজাদে-এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতারা। গত এক দশক ধরে সবগুলো নির্বাচনে বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার। কিন্তু এবার ঘুরে দাঁড়িয়েছে গান্ধী পরিবার। বুথফেরত জরিপগুলোর আভাসকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কাকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসে এ তথ্য। কার্যত ভারতুজুড়ে জোড়ো যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী। আর এই পথচলায় জনগণের সঙ্গে তার মিথস্ক্রিয়া তাকে শুধু টিভির পর্দাতেই নয়, মানুষের কাছাকাছিও নিয়ে এসেছিল। সেই সঙ্গে তার সম্পর্কে বিজেপি যে ধারণা মানুষের মনে গেঁথে দিয়েছিল তা পাল্টে গিয়েছিল। ভারত তথা পুরো বিশ্ব দেখেছে, রাহুল গান্ধী সাধারণ মানুষকে জড়িয়ে ধরছেন। ছাত্র থেকে শুরি করে ট্রাকচালক-সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে কথা বলছেন। রাহুল গান্ধীর এই চেহারা ভারতবাসী আগে দেখেননি। আবার নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন, এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তিনি তা করেননি। আর সেটা নিয়ে বিরোধী নেতারা উপহাস করতে ছাড়েননি। তবে তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা। জানিয়ে দিয়েছিলেন, প্রচারণাকেই ফোকাস করতে চান তিনি। নির্বাচনে দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে। কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা। এবার আমেথি ও রায়বেরেলি দুটি আসনেই তৎপর ছিলেন প্রিয়াঙ্কা। দুটি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস। আমেথিতে গতবার রাহুল গান্ধির পরাজয়েরই যেন এবার শোধ নিলেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা। ২০২৪ সালের নির্বাচন প্রিয়াঙ্কাকে সুবক্তা হিসেবে তুলে ধরেছিল যেখানে শুধু ভাষণই দেননি। জনগণের সাথে সংযোগও স্থাপন করেছিলেন। নির্বাচনী প্রচারণা মোদি যখন বলেছিলেন, কংগ্রেস ভারতের মা-বোনদের মঙ্গলসূত্র কেড়ে নিতে চায়। সেই সময় প্রিয়াঙ্কার উত্তর ছিল, ‘দেশ স্বাধীন হয়েছে ৭০ বছর ধরে। কংগ্রেস ৫৫ বছর ক্ষমতায় ছিল। কেউ কি আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়েছিল? বরং যখন যুদ্ধ চলছিল তখন ইন্দিরা গান্ধী তার গহনা তুলে দিয়েছিল দেশসেবার জন্য। আমার মা তার মঙ্গলসূত্র দেশের জন্যই উৎসর্গ করেছে’। এভাবেই গান্ধী ভাই-বোন বিজেপির তৈরি করা কংগ্রেসের ভাবমূতি ভেঙে দিয়েছিলেন। এছাড়া কংগ্রেস এবার লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩২৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাকী ২১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ইন্ডিয়া জোটের শরিকরা। এনডিটিভির ফলাফল আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে ২৯৬ আসনে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া এগিয়ে রয়েছে ২২৯ আসনে। ভোটের ফল যাই হোক না কেন, গান্ধি ভাই-বোন এবার গান্ধি পরিবার তথা নিজেদের ভাবমূর্তি সঠিকভাবে তুলে ধরতে পেরেছেন-এটাই সবচেয়ে আশার কথা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার