ইবিতে ছুটি শেষে শিক্ষকদের ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু – দৈনিক গণঅধিকার

ইবিতে ছুটি শেষে শিক্ষকদের ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ১১:২২
গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে তিন দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি শুরু হয়। সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন তাদের অন্যতম দাবি। এদিকে, অর্ধদিবস কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়। কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার আগেই এর সুরাহা হোক। যখন ক্লাস পরীক্ষাসহ সবকিছু বর্জন করা হবে, তার আগে সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে। পরিস্থিতি সম্পর্কে তাদের জানানো হবে। তারা আরও বলেন, উচ্চপদস্থ সচিব, মঞ্জুরী কমিশন ও শিক্ষামন্ত্রীসহ অনেকে আমাদের দাবির বিষয়ে সহমত পোষণ করেছেন। তবে কে বা কারা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের বুঝে আসে না। স্কিম চালু থাকলে আগামীতে মেধাবী শিক্ষার্থীরা আর শিক্ষকতা পেশায় আসবে না। এর আগে গত ২৬ মে একই দাবিতে সারাদেশে মানববন্ধন করেন শিক্ষকরা। ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি করেন তারা। এছাড়া ৪ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত ছিল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪