উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ – দৈনিক গণঅধিকার

উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৩ | ১০:৩৪
অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা স্থিতিশীলতা না থাকলে দেশ ও দেশের অর্থনীতি পিছিয়ে যাবে। যারা রাজনীতি করেন তারা নিশ্চয় দেশপ্রেমিক। জনকল্যাণেই তারা রাজনীতি করেন। এজন্য সামনে যে নির্বাচন নিশ্চয় তা সাংবিধানিকভাবে হতে হবে। আশা করব, রাজনীতিবিদরা এই বিষয়টিকে বিবেচনায় নেবেন। আমরা কোনো ধরনের অস্থিতিশীলতা কিংবা অরাজকতা দেখতে চাই না। দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২৩-২৫ মেয়াদের জন্য নব-নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। সরকার পতনের এক দফা দাবিতে বর্তমানে রাজপথে বিএনপিসহ যেসব রাজনৈতিক দল আন্দোলন কর্মসূচি দিচ্ছে সেটিকে তিনি সংকট মনে করেন না। তারা তাদের মতো রাজনীতি করবে। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। সেটিকে তিনি রাজনৈতিক সংকট মানতে নারাজ। বরং তিনি মনে করেন, এ ধরনের কর্মসূচিতে দেশে অস্থিতিশীলতা দেখা দেবে এবং এর ফলে ব্যবসা-বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, ডলার সংকট এবং চট্টগ্রাম থেকে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতা নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে সঙ্গে কথা বলেন এই ব্যবসায়ী নেতা। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, গত ১৪-১৫ বছরে দেশে কোনো হরতাল-অবরোধ হয়নি। অস্থিতিশীলতা ছিল না। যে কারণে দেশ এগিয়ে গেছে। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা ছিল এই উন্নয়নের প্রধান নিয়ামক। এখন আমাদের যাত্রা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে পৌঁছানো আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে ব্যবসায়ী ও রাজনীতিবিদ থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সেটাই আশা করি। এই ব্যবসায়ী নেতা বলেন, দেশের আড়াই থেকে তিন কোটি ব্যবসায়ী ও স্টেকহোল্ডার, ৮০টি চেম্বার ও ৪৬১টি অ্যাসোসিয়েশন মিলে দেশের প্রধান ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। যার পরিচালনায় রয়েছেন ৭৮ জন পরিচালক। সাবেক তিন সভাপতি আমাকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন। আমি চট্টগ্রাম চেম্বারের সভাপতি হিসাবে পাঁচ মেয়াদে দায়িত্ব পালন করেছি। এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালে ব্যবসায়ী ও দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। তিনি মনে করেন, কাজের স্বীকৃতি হিসাবেই তাকে এফবিসিসিআই সভাপতি নির্বাচিত করা হয়েছে। এজন্য ৭৮ পরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রত্যাশা করেন, যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তা পালনে সবার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ডলার সংকট প্রসঙ্গে এফবিসিসিআইয়ের নতুন সভাপতি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের সব দেশই অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। এই যুদ্ধের ভয়াবহ নেতিবাচক প্রভাব সারা বিশ্বে পড়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এটি বৈশ্বিক সংকট। ডলার সংকট থেকে উত্তরণে তিনি বৈদেশিক বিনিয়োগ, দক্ষ জনশক্তি রপ্তানি ও অপ্রচলিত পণ্য রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কেবল গার্মেন্টস পণ্য রপ্তানির দিকে তাকিয়ে থাকলে হবে না। নতুন নতুন পণ্য রপ্তানির জন্য বাজার খুঁজতে হবে। অপ্রচলিত পণ্য কিংবা বিকল্প রপ্তানি বাড়াতে হবে। তাছাড়া বৈদেশিক বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। বর্তমানে স্থিতিশীল যে পরিবেশ রয়েছে তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ সহজীকরণে সরকারকে ভূমিকা রাখতে হবে। ব্যবসায়ীরাও এজন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে। দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা আসবে। এ ছাড়া দেশেও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এসব উদ্যোগ নেওয়া গেলে ডলার সংকট থেকে উত্তরণ ঘটানো যাবে। দেশের অর্থনৈতিক সুরক্ষা হবে। গত বুধবার এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হিসাবে মাহবুবুল আলমের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম থেকে তৃতীয় ব্যবসায়ী নেতা হিসাবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের সভাপতি নির্বাচিত হন তিনি। এ কারণে চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শীর্ষ এই সংগঠনে এর আগে সত্তরের দশকে সভাপতি হন চট্টগ্রামের ব্যবসায়ী এ এ জহির উদ্দিন খান ও ’৯০-এর দশকে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু। দুই নেতাই বর্তমানে প্রয়াত। মাহবুবুল আলম তৃতীয় ব্যক্তি, যিনি চট্টগ্রাম থেকে শীর্ষ এই সংগঠনের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কার্যক্রম চালুর অপেক্ষায় আইকনিক রেলওয়ে স্টেশন আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ২৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র জুলাই বিপ্লবে আহত সুজনকে আর্থিক অনুদান দিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন শেরপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ঠাকুরগাঁও ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুর ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন নাগরপুর একই উঠানে মসজিদ মন্দির ৫৪ বছর ধরে চলে পূজার কাজ আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ