
নিউজ ডেক্স
আরও খবর

ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে

অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার

সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে

স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র্যাব

পুলিশ, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল

সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে যা জানা যাচ্ছে

প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন
কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না: নতুন ইসি সচিব

নবনিযুক্ত নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, ‘আমি সবসময় মুক্ত তথ্যপ্রবাহে বিশ্বাস করি, স্বচ্ছতায় বিশ্বাস করি। ২৯ বছরের দীর্ঘ চাকরিজীবনে কাজ করতে গিয়ে এজন্য অসাধারণ প্রতিদানও পেয়েছি।’
বৃহস্পতিবার (৩০ মে) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিয়ে অবাধ তথ্যপ্রবাহে গণমাধ্যমকে বরাবরই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিন নির্বাচন ভবনে যৌথ সংবাদ সম্মেলন করেন বিদায়ী ইসি সচিব মো. জাহাংগীর আলম ও নবনিযুক্ত সচিব শফিউল আজিম।
বিদায়ী ইসি সচিব জাহাংগীর আলম যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি পদ থেকে স্থানান্তরিত হয়ে শফিউল আজিম বৃহস্পতিবার যোগ দেন নির্বাচন কমিশনে।
বিদায়ী ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমার কাছে তথ্য চাইতেন। অনেক সময় তথ্য থাকতো না। তবে আমাদের স্বচ্ছতার কোনও ঘাটতি ছিল না। বিদায় বেলায় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
নতুন ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘আমরা তো রাজনীতির ভেতরেই বসবাস করি। গণতন্ত্র সরকার রাজনৈতিক দল, জনগণ সবকিছু মিলিয়েই গণতন্ত্র। কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। আপনাদের যেটি প্রাপ্য, সেটি একশভাগ দেওয়া সম্ভব।’
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ
এসময় বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের তথ্যও জানান বিদায়ী সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ উপজেলায় গড়ে অন্তত ৩৮ শতাংশ ভোট পড়েছে।
তিনি বলেন, ‘৮৭ উপজেলার মধ্যে ৭৫ উপজেলার তথ্য গড় করে ৩৮ শতাংশ ভোটের হার পাওয়া গেছে। বাকিগুলো একীভূত করে ভোট পড়ার এ হার আরও বাড়তে পারে। বিকালে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।‘
এর আগে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৩৬ শতাংশ ও দ্বিতীয় ধাপে ৩৮ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন।
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনকালে জাহাংগীর আলম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সচিবকে বরণ ও বিদায়ী সচিবকে সংবর্ধনা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন রয়েছে ইসিতে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।