কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী – দৈনিক গণঅধিকার

কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৪ | ১০:০৭
গেলো ১৪ মে পর্দা উঠেছে চলচ্চিত্রের বিখ্যাত আয়োজন কান উৎসবের। বরাবরের মতো ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কানে বসেছে এই আসর। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী-কুশলীদের পদচারণায় ৭৭তম আয়োজনটি এরই মধ্যে জমে উঠেছে। কানে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনও অংশগ্রহণ কিংবা প্রাপ্তি নেই। তবু গত কয়েক বছর ধরে কান সৈকতে ঢাকার সংবাদকর্মী ও শিল্পীদের আনাগোনা দেখা যাচ্ছে। যেমন এবার নিজ উদ্যোগে সেখানে গেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এছাড়া বিদেশি এক ছবির সহ-প্রযোজক হিসেবে হাজির হয়েছেন নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। তবে এক বাংলাদেশি অনেক বছর ধরে নিয়মিত কান উৎসবে অংশ নিচ্ছেন। তিনি মাকসুদা আক্তার প্রিয়তী। স্থায়ীভাবে বসবাস করেন আয়ারল্যান্ডে। সেখানকার সিনেমা ও মডেলিং জগতে কাজ করেন তিনি। সেই সুবাদেই কানে ছুটে যান প্রতি বছর। এবারও কানের ঝলমলে আসরে হাজির প্রিয়তী। তবে এবারের সফর একটু বিশেষ। কেননা তিনি এখন অন্তঃসত্ত্বা। বেবিবাম্প নিয়েই হেঁটেছেন কানের মর্যাদাপূর্ণ লাল গালিচায়। এর ফাঁকে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনিও উৎসবস্থলে রয়েছেন। এই সফরটি নিয়ে প্রিয়তীর অনুভূতি এরকম, ‘আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার অনাগত সন্তানকে নিয়ে রেড কার্পেটে হাঁটবো। এজন্য সচেতন থেকেছি, নিজেকে ফিট রেখেছি। ফিট থেকেই কানে অংশ নিতে চেয়েছিলাম। সেই সঙ্গে চেয়েছি, কান থেকেই আমার মাতৃত্বের খবরটি যেন সবাই জানে। সেটাই হলো, এজন্য বেশ আনন্দিত।’ প্রিয়তী জানান, নিজের সিনেমা নিয়ে লাল গালিচায় হাঁটার যে অনুভূতি, এখনও তা অনুভব করতে পারেননি। তাই মনের ভেতর অপূর্ণতা রয়ে গেছে এখনও। তবু তিনি যেভাবে হাঁটছেন, বাংলাদেশের অন্য কেউ যদি এরকম হাঁটতে চান, তাদের উদ্দেশে কী পরামর্শ তার? জবাবে প্রিয়তী বললেন, ‘লাল গালিচায় হাঁটার জন্যই কানে আসতে চান নাকি উৎসবটির অভিজ্ঞতা নিতে, আগে সেটা ভাবতে হবে। কারণ কান উৎসবের যে বিশালতা, সেটা বুঝতে বুঝতেই দুই-তিনবার এখানে আসতে হবে। আর এখানে আসার অভিজ্ঞতা অসাধারণ। কারণ পুরো বিশ্বের সিনেমা অঙ্গনের মানুষেরা একত্রিত হন। কেউ যদি শুধু লাল গালিচায় হাঁটার জন্যই আসতে চান, তাহলে কিছু বলতে পারবো না। তবে কানের অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।’ নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে প্রিয়তী বললেন, ‘আমি যখন প্রথম কানে এসেছিলাম, তখনই কিন্তু রেড কার্পেটে হাঁটিনি। এসেছিলাম উৎসবটির বিভিন্ন দিক বোঝার জন্য, শেখার জন্য। আমি চলচ্চিত্রপ্রেমী, আয়ারল্যান্ডের সিনেমা ও বিভিন্ন উৎসবের সঙ্গে যুক্ত। তো সিনেমার প্রতি আমার ভালোবাসা আছে। সেই জায়গা থেকেই এখানে আসি এবং আস্তে আস্তে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করি। এরপর যখন আমার একটা পরিচিতি আসে, তখনই আমি লাল গালিচায় হাঁটা শুরু করেছি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু কমছে বাজেটের আকার শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট কমল স্বর্ণের দাম মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা