কুষ্টিয়ায় রাসেলস ভাইপারকে ফাঁসিতে ঝুলিয়ে মারলেন গ্রামবাসী – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় রাসেলস ভাইপারকে ফাঁসিতে ঝুলিয়ে মারলেন গ্রামবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৪ | ১২:১০
ঘাস কাটতে গিয়ে প্রায় ৪ ফুট লম্বা এক রাসেলস ভাইপার মেরে আধামারা করেন এক কৃষক। পরে স্থানীয় লোকজন সাপটির গলাই প্লাস্টিকের রশি পেঁচিয়ে গাছে ঝুলিয়ে প্রায় সাড়ে ৮ ঘণ্টা ফাঁসিতে ঝুলিয়ে রাখেন। এতে সাপটির মৃত্যু হয়। এরপর সাপটির পেটে বাচ্চা আছে কি না তা পরীক্ষা করতে এর পেট ব্লেড দিয়ে চিরে ফেলেন এক পশু পল্লী চিকিৎসক। অতঃপর সাপটিকে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বটতলা এলাকায় মঙ্গলবার (২ জুলাই) এ ঘটনা ঘটে। কেউ কেউ আবার এসব দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে ঘটনাটি ভাইরাল হয়। তবে বিষয়টি অমানবিক ও আইনবিরোধী বলে দাবি করেছেন প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশবিদরা। আর গ্রাসবাসী বলছেন, সাপটি ভয়ংকর ও বিষধর হওয়ায় লোকজনের মাঝে পরিচিত করতে এবং সকলকে সচেতন করতে গাছে ঝুলিয়ে মারা হয়েছে। উপজেলা বনবিভাগ কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, এভাবে একটি জীবকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করে পেট চেরাই করা আইনবিরোধী ও নেক্কারজনক। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি। বিকেলে সরেজমিনে জানা গেছে, সকাল ১০টার দিকে কল্যাণপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে জিয়াউর রহমান নিজ জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন। সেসময় তিনি ঘাসের জমিতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। এরপর সাপটি হাসুয়া দিয়ে আঘাত করে আধামরা করেন এবং তার ভাই নাসির উদ্দিনকে ফোন দেন। পরে স্থানীয়রা সাপটিকে বটতলা এলাকায় নিয়ে এসে একটি গাছে দুপুর ২টা পর্যন্ত ঝুলিয়ে রাখেন। এরপর সাপটির পেটে আরও বাচ্চা আছে কি না তা দেখতে পেট চেরেন স্থানীয় পশু পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক। এরপর সাপটিকে পুড়িয়ে মাটিচাপা দেন স্থানীয়রা। এ বিষয়ে কৃষক জিয়াউর রহমান জানান, ঘাস কাটার সময় সাপটি তার দিকে ঝাঁপিয়ে পড়ে। সেসময় তিনি সাহস করে হাসুয়া দিয়ে আঘাত করে আধামরা করেন। এরপর ফোনে স্থানীয়দের ডাকেন তিনি। স্থানীয়রা সাপটিকে গাছে ঝুলিয়ে রেখে ফাঁসি দিয়ে হত্যা করে। বটতলা এলাকার মুদি দোকানি মো. বকুল হোসেন জানান, সাপটি বিষধর ও ভয়ংকর। সেজন্য জনগণকে সচেতন করতে এবং পরিচিতি বাড়াতে সাপটিকে সবাই মিলে অনেকক্ষণ গাছে ঝুলিয়ে রেখেছিলেন। পরে এক ডাক্তার পেট চেরেন। অতঃপর পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়। এভাবে ব্লেড দিয়ে সাপটির পেট চেরা ভুল হয়েছে বলে জানান পল্লী চিকিৎসক মো. আব্দুর রাজ্জাক। তিনি জানান, সাপটির পেট মোটা ছিল। পেটে বাচ্চা আছে কি না তা দেখার জন্য সবাই তাকে পেট চেরার অনুরোধ করেছিলেন। তবে পেট কাটা তার ভুল হয়েছে বলে জানান তিনি। অপরদিকে রাসেলস ভাইপার সাপের খবরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এদিকে ঘটনাটি বন ও প্রাণী সংরক্ষণ আইনবিরোধী বলে জানান বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি সাহাবউদ্দিন। তিনি জানান, বড় কোনো জনসচেনতা নেই। এভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। ভবিষ্যতে এর ক্ষতিপূরণ কোনোদিন শোধ হবে না। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি জানান, মানুষ আতঙ্কে অনেক কিছু করে ফেলেন। সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি