
নিউজ ডেক্স
আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে?

ভিপি নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগ সত্য নয়: গণঅধিকার পরিষদ

‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়’

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন
খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্রের মা খালেদা জিয়া এখনো মুক্তি পাননি। সরকার তাকে তিলে তিলে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে। তিনি চিকিৎসা নিতে পারেন না। খালেদা জিয়া যদি বিদেশে চিকিৎসার অনুমতি না পান, বাংলাদেশের আর কেউ যেন বিদেশে চিকিৎসার জন্য না যান। সেটা সরকারের মন্ত্রী, এমপি কিংবা যে-ই হোক। খালেদা জিয়ার মুক্তি মানে জনগণের মুক্তি।
শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দুই স্থান থেকে গণমিছিল বের করে। পরে প্রথমবারের মতো দুই গণমিছিল নয়াপল্টনে গিয়ে মিলিত হয় এবং সেখানে সমাবেশ করে। এ সময় তুমুল বৃষ্টি উপেক্ষা করেই বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। অন্যথায় তার কিছু হলে এই সরকারকে দায় নিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘ষড়যন্ত্র চলছে’। আমরা মনে করি তাকে রিমান্ডে নেওয়া হোক, কারা ষড়যন্ত্র করছে বের করা উচিত। নিজেরা সব করবেন আর দোষ দিবেন বিএনপিকে এটা হতে পারে না।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।