চুয়াডাঙ্গায় ৬ দিনে কুকুরের কামড়ে ৫৬ জন আহত – দৈনিক গণঅধিকার

সব হাসপাতালে নেই ভ্যাকসিন

চুয়াডাঙ্গায় ৬ দিনে কুকুরের কামড়ে ৫৬ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১০:৩০
চুয়াডাঙ্গায় সম্প্রতি কুকুরের উৎপাত বেড়ে গেছে। কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন শিক্ষার্থী, শিশু, পথচারীসহ স্থানীয়রা। গত ৬ দিনে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৫৬ জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন থাকলেও জেলার ৩ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। এতে বাধ্য হয়ে দূর-দূরান্তের রোগীরা সদর হাসপাতালে এসে ভ্যাকসিন নিচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন উপজেলায় কুকুরের উৎপাত বেড়েছে। এসব কুকুরের আক্রমণে শিশুসহ নারী-পুরুষ সবাই জখম হচ্ছেন। বিশেষ করে রাতের বেলা সড়কে চলাচল করা দায় পড়েছে। তাড়া করছে কুকুরের দল। চুয়াডাঙ্গা পৌরসভার সুমিয়াদিয়া এলাকার বাসিন্দা বিজয় আরিয়ান বলেন, ‘আমাদের এলাকায় গত চারদিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে। পাশ দিয়ে কেউ গেলে তেড়ে আসছে।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক বলেন, আইন অনুযায়ী কুকুর নিধনের অনুমতি নেই। তবে যেহেতু শহরে কুকুরের উৎপাত বেড়েছে, সবাইকে সচেতন থাকতে হবে। সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন রয়েছে। অন্য উপজেলাগুলোতে যাতে ভ্যাকসিনের মজুত রাখা হয়ে সেজন্য নির্দেশনা দেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ড. কিসিঞ্জার চাকমা বলেন, চাইলেই কুকুর মেরে ফেলা যায় না। আইনগত কিছু বিধিনিষেধ রয়েছে। নিয়মের মধ্যে যতটুকু সম্ভব তা করা হবে। হাসপাতালগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন থাকে, সে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ?