
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
জামালপুর থেকে রেলযোগে ঢাকা আনতে গরুপ্রতি খরচ হচ্ছে ৫০০ টাকা

ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় গরু পরিবহনের জন্য ৩ টি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। প্রতি বগিতে ১৬ টি করে গরু নিতে খরচ হবে আট হাজার টাকা। অর্থাৎ গরু প্রতি ভাড়া গুনতে হবে ৫০০ টাকা।
বুধবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামপুর থেকে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি ট্রেনে ২৬টি করে ওয়াগন থাকবে। প্রত্যেকটিতে ১৬টি করে গরু নিয়ে যাওয়া হবে।
এ বছর ইসলামপুর থেকে ৬২টি ও মেলান্দহ স্টেশন থেকে ৬টি ওয়াগন বুকিং করেছেন গরু ব্যবসায়ীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম ট্রেনটি ছাড়ার এক ঘণ্টা পর দ্বিতীয় ট্রেনটি ছেড়ে যায়। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
গরু ব্যবসায়ী মতিউর রহমান মতি মিয়া বলেন, আগে ট্রাকে করে গরু নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হতো। বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হতো। ট্রেনে করে গরু পরিবহন করাতে রাস্তায় কোনও চাঁদা দিতে হবে না।
অপর এক গরু ব্যবসায়ী জামাল শেখ নামে বলেন, ট্রাকে করে গরু নিয়ে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে গরু নিয়ে গেলে কোনও ঝাঁকুনি লাগে না। গরু নিয়ে আরামে ঢাকা যাইতেছি।
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ট্রেনে গেলে আমাদের ভাড়া লাগে অর্ধেকের মত। যেখানে ট্রাকে গেলে খরচও বেশি ঝুঁকিও বেশি থাকে। সেজন্য এসব এলাকার গরু ব্যবসায়ীরা এখন ট্রাকের বদলে এই ট্রেনই বেশি পছন্দ করছে।
ইসলামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনে আরও ভালো সাড়া পাওয়া গেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।