টেকনাফ সীমান্তে গোলার শব্দ, দুশ্চিন্তায় সেন্টমার্টিনবাসী – দৈনিক গণঅধিকার

টেকনাফ সীমান্তে গোলার শব্দ, দুশ্চিন্তায় সেন্টমার্টিনবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:২০
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানকার মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দ শুনতে পাচ্ছে কক্সবাজারে টেকনাফ সীমান্তের মানুষ। বুধবার (১৯ জুন) বিকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ থেকে আবারও সীমান্তে গোলার শব্দ ভেসে আসছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে বাড়ছে আতঙ্ক। সীমান্তের কাছাকাছি টেকনাফের পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসলাম বলেন, সন্ধ্যা থেকে রাখাইন রাজ্যে থেকে ভারী গোলার বিকট শব্দ এপারে ভেসে আসছে। এতে বিশেষ করে নারী-শিশুদের নিয়ে ভয়ে রয়েছে সীমান্তের মানুষ। এভাবে আর কতদিন মানুষ আতঙ্কে দিন পার করবে? দিন দিন ওপারের গোলার আওয়াজ বাড়ছে। আমরা শুনেছি ওপার থেকে কিছু মানুষ অনুপ্রবেশের অপেক্ষা করছে। আবারও সীমান্তে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে উল্লেখ করে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, সীমান্তবাসীর মাধ্যমে ওপারে গোলার বিকট শব্দের বিষয়ে জানতে পেরেছি। এরকম শব্দ সীমান্তের কাছের এলাকায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। এসব আওয়াজ মানুষের মাঝে আতঙ্ক বাড়াচ্ছে। এদিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর পর নাফ নদ হয়ে মূল ভূখণ্ডের সঙ্গে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের যোগাযোগ ১২ দিন ধরে প্রায় বন্ধ আছে। মাঝখানে জাহাজে কিছু খাদ্যসামগ্রী পৌঁছায় দ্বীপে। আবারও সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকটের শঙ্কা তৈরি হয়েছে। দ্বীপে বসবাসকারী প্রায় ১০ হাজার মানুষ দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন। দ্বীপের বাসিন্দা নুরুল আলম বলেন, বিকাল থেকে মিয়ানমারের ওপারে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। তাছাড়া সে দেশের সীমান্তে যুদ্ধজাহাজও রয়েছে। ঈদের আগে কক্সবাজার থেকে জাহাজে করে যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য এনেছিল সেগুলো শেষ হওয়ার পথে। এছাড়া জিনিসপত্রের দাম দ্বিগুণ বেড়েছে। আগের মতো টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল শুরু হলে সব সমস্যা শেষ হতো। সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সারা দিন বৃষ্টিতে দ্বীপের কিছু অংশ ডুবন্ত ছিল। কিন্তু বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে পানিও নেমে গেছে। আজও ওপার থেকে গোলার শব্দ পাওয়া গেছে। মূলত এখন দ্বীপের একমাত্র সমস্যা হচ্ছে নৌযান চলাচল। এটি চালু হলে দ্বীপের মানুষের কোনও সমস্যা আর থাকতো না। এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য ফের সংকটের পথে। এ কারণে দ্বীপের মানুষ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।' টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, এখনও মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। তবে লোকজন যাতে ভয়ভীতির মধ্য না থাকে সেজন্য অনুরোধ করা হচ্ছে। তাছাড়া টেকনাফ-সেন্টমার্টিন চলাচলের জন্য বিকল্প পথ শিগগিরই চালু করার কথা ভাবা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা