
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
ঢামেকে অনুমতি ব্যাতিত সাংবাদিকের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মকর্তা-কর্মচারীকে গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছেন।
গত মঙ্গলবার (৪ জুন) ঢামেক পরিচালক এ সংক্রান্ত একটি নোটিশ দেন। তবে বিষয়টি জানাজানি হয় শনিবারে (৮ জুন)।
নোটিশে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনও নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন বিষয়টি তারা বলতে পারছেন না। এর জবাব তিনিই ভালো দিতে পারবেন।
উল্লেখ্য, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিক্যাল থেকে দুটি নবজাতক শিশু চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি নন হাসপাতালের পরিচালক।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।