দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি – দৈনিক গণঅধিকার

দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৮:৪৬ 46 ভিউ
সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, তৃণমূলে জনসাধারণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে। এজন্য সংগঠনের নেতাকর্মীদের অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে; জনগণের কাছে যেতে হবে। জাতীয় পার্টি ও আমার রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন করা। সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির তিন কর্মীর মৃত্যুতে বর্ধনপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সালমা ইসলাম এমপি জাতীয় পার্টির প্রয়াত নেতা হযরত মোল্লা, মো. তুহিন এবং দুলালের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমাদের সবাইকে একদিন আল্লাহর ডাকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশ, সমাজ ও মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য রাজনীতির মাধ্যমে সেবা করে যাওয়া। তিনি তুহিনসহ তিন কর্মীর জন্য সবার কাছে দোয়া চান। তিনি আরও বলেন, রাজনীতি দলবাজ, চাঁদাবাজ আর সন্ত্রাসের আশ্রয়খানা হয়ে উঠতে পারে না। আমি মনে করি একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী যদি চান তবে রাজনীতির মাধ্যমে মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও আস্থাভাজন হয়ে উঠতে পারেন। আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজের জন্য নয়। মানুষের সমস্যা জানার ও তা সমাধানে চেষ্টার করার জন্য। কেননা রাজনীতি নিজের সুবিধার জন্য নয়, আমরা রাজনীতিতে আত্মনিয়োগ করেছি দেশবাসীর কল্যাণের জন্যই। তাই আমাদের রাজনীতির লক্ষ্য দেশ, সমাজ ও রাষ্ট্রের মানুষের কল্যাণ করা। এ সময় তিনি যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মতো দেশপ্রেমিক ও সমাজসেবক হয়ে দোহার-নবাবগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বর্ধনপাড়া মসজিদের ইমাম মাহমুদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জাতীয় পার্টির নেতা এমএ মজিদ, কফিল উদ্দিন দেওয়ান, আনোয়ার মোড়ল, মো ওয়াসিম আহমেদ, সাহাদাৎ মেম্বার, সলেমান মেম্বার, আইনুল হক চৌধুরী, মো. মনির হোসেন, আক্তার মেম্বার, মতিন মেম্বার, মো. তাজুল ইসলাম, আব্দুস সালাম, মো. ফরিদ হোসেন, বাহার হোসেন, অমল দাস, দোহার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার ব্যাপারী, সহ-সভাপতি আফজাল সিকদার, জাতীয় পার্টি নেতা মনির হোসেন, শ্রী কৃষ্ণ সাহা, নারীনেত্রী আছমা আক্তার রুমি, রেশমা আজাদ, তাজনিন আহমেদ নিনা, লুতফা মেম্বারসহ জাতীয় পাটি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, মহিলা পার্টির নেতাকর্মীরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত নাকি কানাডা, কোন পক্ষে যুক্তরাষ্ট্র? ইউক্রেনের শান্তি পরিকল্পনা ‘অবাস্তব’: রাশিয়া নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নির্বাচনের সময় বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিনিধির অনুরোধ পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ২ ফিলিস্তিনি নিহত নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ এলপিজিতে ১০০-২০০ টাকা বেশি নেওয়ার খবর পাচ্ছি: প্রতিমন্ত্রী খননে গচ্চা ৭৬৩ কোটি টাকা ৪.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার মার্কিন ভিসানীতি প্রয়োগে তোলপাড় সর্বত্র চূড়ান্ত হিসাবে দেশে নদ-নদীর সংখ্যা ১০০৮ ভর্তি জটিলতায় পিছিয়ে পড়েছেন শিক্ষার্থীরা ব্যাটিংয়ে ব্যর্থ লিটন, মেজাজ হারিয়ে ভাঙলেন ব্যাট চাঁদে সূর্য উঠেছে তবুও ঘুম ভাঙছে না বিক্রম-প্রজ্ঞানের প্যারিসে শহিদ মিনারের উদ্বোধন ৮ অক্টোবর ভোক্তাপিছু কম ব্যয় করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধে সরকারই দায়ী: মির্জা ফখরুল ভয় দেখিয়ে লাভ নেই, ষড়যন্ত্র সফল হবে না: আ.লীগ ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি, সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ৩০০ জনের