দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি – দৈনিক গণঅধিকার

দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৮:৪৬
সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, তৃণমূলে জনসাধারণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে। এজন্য সংগঠনের নেতাকর্মীদের অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে; জনগণের কাছে যেতে হবে। জাতীয় পার্টি ও আমার রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন করা। সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির তিন কর্মীর মৃত্যুতে বর্ধনপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সালমা ইসলাম এমপি জাতীয় পার্টির প্রয়াত নেতা হযরত মোল্লা, মো. তুহিন এবং দুলালের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমাদের সবাইকে একদিন আল্লাহর ডাকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশ, সমাজ ও মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য রাজনীতির মাধ্যমে সেবা করে যাওয়া। তিনি তুহিনসহ তিন কর্মীর জন্য সবার কাছে দোয়া চান। তিনি আরও বলেন, রাজনীতি দলবাজ, চাঁদাবাজ আর সন্ত্রাসের আশ্রয়খানা হয়ে উঠতে পারে না। আমি মনে করি একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী যদি চান তবে রাজনীতির মাধ্যমে মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও আস্থাভাজন হয়ে উঠতে পারেন। আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজের জন্য নয়। মানুষের সমস্যা জানার ও তা সমাধানে চেষ্টার করার জন্য। কেননা রাজনীতি নিজের সুবিধার জন্য নয়, আমরা রাজনীতিতে আত্মনিয়োগ করেছি দেশবাসীর কল্যাণের জন্যই। তাই আমাদের রাজনীতির লক্ষ্য দেশ, সমাজ ও রাষ্ট্রের মানুষের কল্যাণ করা। এ সময় তিনি যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মতো দেশপ্রেমিক ও সমাজসেবক হয়ে দোহার-নবাবগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বর্ধনপাড়া মসজিদের ইমাম মাহমুদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জাতীয় পার্টির নেতা এমএ মজিদ, কফিল উদ্দিন দেওয়ান, আনোয়ার মোড়ল, মো ওয়াসিম আহমেদ, সাহাদাৎ মেম্বার, সলেমান মেম্বার, আইনুল হক চৌধুরী, মো. মনির হোসেন, আক্তার মেম্বার, মতিন মেম্বার, মো. তাজুল ইসলাম, আব্দুস সালাম, মো. ফরিদ হোসেন, বাহার হোসেন, অমল দাস, দোহার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার ব্যাপারী, সহ-সভাপতি আফজাল সিকদার, জাতীয় পার্টি নেতা মনির হোসেন, শ্রী কৃষ্ণ সাহা, নারীনেত্রী আছমা আক্তার রুমি, রেশমা আজাদ, তাজনিন আহমেদ নিনা, লুতফা মেম্বারসহ জাতীয় পাটি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, মহিলা পার্টির নেতাকর্মীরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক