নববর্ষে ক্রেতা খুঁজছেন ঈদের পোশাক – দৈনিক গণঅধিকার

নববর্ষে ক্রেতা খুঁজছেন ঈদের পোশাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৩ | ৫:২৪
করোনা মহামারির কারণে গত দুই বছর ঘরবন্দি হয়েই অনেকে বৈশাখ উদযাপন করেছেন। আশা ছিল, এবার সাড়ম্বরে বৈশাখকে বরণ করে নেবেন সবাই। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের বৈশাখী কেনাকাটায় যেন অনেকটা ভাটা পড়েছে। তার ওপর চলছে রমজান মাস। ফলে পহেলা বৈশাখ উদযাপনের আর এক দিন বাকি থাকলেও ফ্যাশন হাউসগুলোতে বৈশাখী পোশাকের বিক্রি তেমন হয়নি। ব্যবসায়ীরা বলছেন, বৈশাখ উদযাপন নিয়ে দোটানায় থাকায় এবার তুলনামূলকক কম পোশাক তুলেছেন তাঁরা। বরং ঈদ ঘিরেই তাঁরা ব্যবসার প্রস্তুতি নিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর আজিজ সুপার মার্কেট, যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি কমপ্লেক্স ঘুরে দেখা যায়, বেশিরভাগ দেশীয় ফ্যাশন হাউসে ক্রেতার উপস্থিতি কম। যাঁরা আসছেন, তাঁরা ঈদ কালেকশনই দেখছেন। যমুনা ফিউচার পার্কের বিশ্বরঙ ফ্যাশন হাউসের ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, ক্রেতাদের উপস্থিতি আশঙ্কাজনক কম। আগে যেখানে ক্রেতারা পাঁচটা বা তিনটা পোশাক কিনতেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সেখানে তাঁরা একটি বা দুটি পোশাক নিচ্ছেন। এ ছাড়া সামনে ঈদ। তাই বৈশাখী কেনাকাটায় তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। আরেক ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ-এর ব্যবস্থাপক কামরুল ইসলাম মানিক বলেন, বৈশাখী কেনাকাটায় ৬০ ভাগ ক্রেতার উপস্থিতি হয়তো কম। যাঁরা আসছেন, অনেকেই ঈদের পোশাক কিনছেন। এ ছাড়া যেসব ক্রেতা বৈশাখের পাঞ্জাবি কেনার উদ্দেশ্য নিয়ে শপিংমলে আসছেন, দাম শুনে তাঁরা বিকল্প পোশাক দেখছেন। অঞ্জন’স বাংলাদেশের প্রধান নির্বাহী শাহীন আহমেদ বলেন, এবার ছোট করেই বৈশাখের আয়োজন করা হয়েছে। এমনভাবে পোশাকগুলো তৈরি করা হয়েছে, যেন বৈশাখ ছাড়াও অন্য উৎসবে তা পরিধান করা যায়। বৈশাখ উপলক্ষে বরাবরের মতো লাল রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। রঙ বাংলাদেশের বৈশাখী আয়োজন : এবার সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক এনেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। উৎসবে থিমনির্ভর ফ্যাশন রঙ বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। পাখির রঙ থিমে তৈরি হয়েছে বৈশাখ সংগ্রহের নকশা উপাদান। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী। এ ছাড়া এবারের বৈশাখ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। বিভিন্ন ধরনের ডিজাইনের কটন, স্লাব কটন, লিনেন, হাফসিল্ক, নেট কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা, কমলা, নীল, পেস্ট, জলপাইকে। সহকারী রং হিসেবে আছে ম্যাজেন্টা, হলুদ, মেরুন। পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। শুধু বড়দের নয়; বৈশাখে সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ছোটদের আকর্ষণীয় পোশাক। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। সুতরাং রঙ বাংলাদেশে কেনাকাটায় পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদযাপন করতে পারবেন এবারের পহেলা বৈশাখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা