বামে-ডানে তাকানোর সময় আর নাই: বললেন নুর – দৈনিক গণঅধিকার

বামে-ডানে তাকানোর সময় আর নাই: বললেন নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৩ | ১:২১
গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, এখন আর কোনো দফারফা নয়। এখন দাবি একটাই, সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে। এখন আর বামে-ডানে তাকানোর সময় নাই। এই সরকার এক সপ্তাহ ক্ষমতায় থাকা মানে দেশ এক বছর পিছিয়ে যাওয়া। বিরোধী দলগুলোর নেতাকর্মীরা যার যার ব্যানার নিয়ে রাজপথে নামলে সাত দিনে সরকার পতন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের মানুষের মুক্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা কিছু করার তাই করব।বুধবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।বিরোধী দলগুলোর নেতাকর্মীদের হয়রানি, হামলা-মামলা, বিদুৎ-জ্বালানি খাতের লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নুরুল হক নুর বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, ছাত্র-শিক্ষক, আলেম-ওলামা এমন কেউ নেই যে এ সরকারের দ্বারা নির্যাতিত ও নিগৃহীত হয়নি।বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়া, মামুনুল হকসহ সব রাজবন্দিদের মুক্তির দাবি জানান নুর।সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা জানতে চাই, আপনার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন বিদেশে ধরনা ধরে বেড়ান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য? কে ক্ষমতায় আসবে, তা নির্ধারণ করবে এদেশের জনগণ। আপনারা কেন ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের পেছনে ঘোরেন?’গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম সদস্যসচিব ফাতেমা তাসনিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ড. মালেক ফরাজী, কর্নেল (অব) মিয়া মশিউজ্জামান, সহকারী আহ্বায়ক সাকিব হোসাইন, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান, শামসুদ্দিন, মহানগর উত্তরের সদস্যসচিব জিয়া, দক্ষিণের সদস্যসচিব ঈসমাইল হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান কার্যক্রম চালুর অপেক্ষায় আইকনিক রেলওয়ে স্টেশন আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ২৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র জুলাই বিপ্লবে আহত সুজনকে আর্থিক অনুদান দিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন শেরপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ঠাকুরগাঁও ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুর ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন নাগরপুর একই উঠানে মসজিদ মন্দির ৫৪ বছর ধরে চলে পূজার কাজ আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান