বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ গুলি আগুন আহত ২০ – দৈনিক গণঅধিকার

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ গুলি আগুন আহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫ | ৪:৫১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষণের পাশাপাশি ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এতে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। এদিকে, রামপালে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুগ্রুপে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- সিদ্ধিরগঞ্জ ও দক্ষিণ (নারায়ণগঞ্জ) : বৃহস্পতিবার বিকালে আদমজী এলাকায় এ সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। আদমজী ইপিজেডের ইউনিভার্সেল পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও বিএনপি নেতা রুহুল আমিনের সহযোগীদের মধ্যে দুপুরে ঝামেলা হয়। তখন রুহুলের সহযোগীরা ইপিজেডের ভেতরেই সাগরের সহযোগীদের কুপিয়ে জখম করে। এরই জের ধরে পরবর্তীতে বিকালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় তোফাজ্জল হোসেন নামে স্থানীয় এক সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ বিষয়ে বক্তব্যের জন্যে বিএনপি নেতা রুহুল আমিনকে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। রাকিবুর রহমান সাগর বলেন, শাকিলের নেতৃত্বে হামলা করা হয়। এ সময় সাবেক ছাত্রদল নেতা মোহন, মানিকসহ ৪-৫ জনকে কুপিয়ে জখম করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। মোংলা (বাগেরহাট) : রামপালে সংঘর্ষে আহতদের মধ্যে ৭ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শহিদুলের অবস্থা আশঙ্কাজনক। রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি রামপাল উপজেলায় তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। আর এ কমিটি থেকে বাদ পড়েছেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের লোকজন। কারণ ৫ আগস্টের পর থেকে তিনি এলাকার আওয়ামী লীগের দোসরদের নিয়ে মহড়া ও দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ছিটকে পড়েন তার লোকজন। ক্ষুব্ধ হয়ে তিনি বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ তার লোকজনকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তুহিনের নেতৃত্বে সন্ত্রাসীরা জাহিদের লোকজনের ওপর হামলা চালায়। এতে আহত হন শহিদুল, আজমল, আলামিন, বাবু, সাইদুল, মাহিদ, আহম, আশরাফ ও কালাম। হামলার সময় বাড়িঘর ও দোকানপাটও ভাঙচুর করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন। রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক