বিএনপির সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ আহত – দৈনিক গণঅধিকার

বিএনপির সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৩ | ৫:০২
ঢাকার প্রবেশমুখগুলোয় শনিবার বিএনপির যুগপৎ আন্দোলনের অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন যুগ্ম কমিশনারসহ ৩১ জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপপুলিশ কমিশনার ফারুক হোসেন। যদিও এর আগে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, সংঘর্ষে ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার এসএম মেহেদী হাসান ও শ্যামপুর জোনের অতিরিক্তি উপকমিশনার মো. আলাউদ্দিন আহত হন। এ সময় আহত হন এসআই ভদ্র মল্লিক, নায়েক শামিম, কনস্টেবল শান্ত, কনস্টেবল মিটুল, কনস্টেবল চন্দন, কনস্টেবল পাপ্পি, কনস্টেবল পারভেজ, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বংশালের নর্থ-সাউথ রোডের কেরোসিন গলির রাস্তার মাথায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে বংশাল থানার এসআই শিশির কুমার কর্মকার ও এসআই নয়ন কুমার সাহা আহত হন। মিডফোর্টের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সূত্রাপুরের ধোলাইখাল গোয়ালঘাট মোড়ে সংঘর্ষে ১৪ জন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম, এসআই নাসির উদ্দিন হাওলাদার, এসআই জাহাঙ্গীর, এএসআই জিয়াউর রহমান, এএসআই মাঈন উদ্দিন, কনস্টেবল শরিফুল ইসলাম, ডিবির এসআই ইসমাইল হোসেন, এএসআই দেলোয়ার হোসেন, কনস্টেবল সৈয়দ জিন্নাত আলী, নায়েক এমদাদুর, কনস্টেবল বেনজির, রিয়াসাদ, সজিব রেজা ও ইসরাফিল। তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উত্তরার বিভিন্ন এলাকায় সংঘর্ষে ২০ জনের বেশি পুলিশ সদস্য আহত হন। উত্তরা-পূর্ব থানার ৪নং সেক্টরের হলিল্যাব মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে উত্তরা-পূর্ব থানার এসআই আল আমিন, কনস্টেবল এনামুল হক ও জুবায়দুর রহমান আহত হন। বিএনএস সেন্টারের সামনে উত্তরা-পূর্ব থানার এসআই সমিত মজুমদার, কনস্টেবল শামীম মাহমুদ, রুনা লায়লা ও রুবেল আহত হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর বেড়িবাঁধের পশ্চিম মাথায় সংঘর্ষে উত্তরা-পূর্ব থানার এসআই আশরাফুল ইসলাম, কনস্টেবল আব্দুল আলিম, কনস্টেবল রুহুল আমিন আহত হন। তারা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উত্তরা ১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনে সংঘর্ষে বিমানবন্দর থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এএসআই নাসির উদ্দিন, কনস্টেবল রথিন্দ্র চন্দ্র বিশ্বশর্মা, কনস্টেবল ইমদাদুল হক, কনস্টেবল ইমদাদুল হক ও কনস্টেবল আবুল হোসেন আহত হন। তারা স্থানীয় জাহানারা ক্লিনিকে চিকিৎসা নেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত