বিলুপ্ত কমিটির সদস্যদের নিয়ে নতুন সিদ্ধান্ত হেফাজতের – দৈনিক গণঅধিকার

বিলুপ্ত কমিটির সদস্যদের নিয়ে নতুন সিদ্ধান্ত হেফাজতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ৮:৪৭
প্রায় দশ মাস পর দেশের বহুল আলোচিত কওমিপন্থি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে। শনিবার ঢাকার খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সভায় জাননো হয়, ২০২০ সালের ১৫ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিলের মাধ্যমে প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও আল্লামা নূর হোসাইন কাসেমিকে মহাসচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছিল। যা অদৃশ্য চাপের কারণে পরবর্তীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী বিলুপ্ত ঘোষণা করেছিলেন। ওই কমিটির সব সদস্যকে বর্তমান কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি যথাযথ পদ বিন্যাসের জন্য সংগঠনের মহাসচিবকে আহ্বায়ক করে ১২ সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটিও গঠন করা হয়। এদিকে, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ মুহাম্মদ ইয়াহইয়ার মৃত্যুতে তার পদ শূন্য হওয়ায় মাদ্রাসার বর্তমান মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমি এবং আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী উভয়কে সিনিয়র নায়েবে আমীরের পদে মনোনীত করার প্রস্তাব গৃহীত হয়। সভায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুগ্রুপের সংঘর্ষে হাফেজ রেজাউল করীম নামে একজন কওমি শিক্ষার্থী নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। সভায় মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সব উলামায়ে কেরামের দ্রুত মুক্তি দাবি করা হয়। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও সবার মুক্তি ও মামলা প্রত্যাহার না হওয়ায় নেতারা উদ্বেগ প্রকাশ করেন। যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতী জসিম উদ্দীন, মাওলানা আইয়ূব বাবুনগরী, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক