
নিউজ ডেক্স
আরও খবর

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন

কুষ্টিয়ায় ‘শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ উদ্বোধন

ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ্য টাকার মালামাল লুট।

এই দেশে আর কোনো মাইনরিটি-মেজরিটির কথা শুনতে চাই না
ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পান চাষীদের মাঝে চেক বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষিদের মাঝে ১ কোটি ৬৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে উপজেলার কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষিদের মাঝে চেক বিতরণ করা হয়। তাদের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পান চাষিকে ৪০ হাজার টাকা, ১১০ জনকে ৩০ হাজার টাকা, ৫২৪ জনকে ২০ হাজার টাকা ও ২১৯ জনকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
চেক বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসীন আলম মুরাদ, জেলা প্রশিক্ষক কর্মকর্তা মোহাম্মদ আবুল করিম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীমসহ আরো অনেকে। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষি, সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।