মিয়ানমার থেকে বাংলাদেশি ট্রলারে আবারও এলোপাতাড়ি গুলি – দৈনিক গণঅধিকার

মিয়ানমার থেকে বাংলাদেশি ট্রলারে আবারও এলোপাতাড়ি গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ১০:৪১
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে একটি পণ্যবাহী ট্রলারে মিয়ানমার সীমান্ত থেকে আবারও গুলি ছোড়া হয়েছে। এতে ট্রলারটির বিভিন্ন স্থানে ৭ টি গুলি লাগলেও কেউ হতাহত হননি। শনিবার (০৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শাহপরীর দ্বীপের বদরমোকাম এলাকায় বঙ্গোপসাগর ও নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে। এতে ট্রলারটি সেন্টমার্টিন যেতে না পেরে শাহপরীর দ্বীপে নোঙর করে। ট্রলারের মালিক ও মাঝি জানিয়েছেন, নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া থেকে গুলি ছোড়া হয়েছে। তবে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি ও ক্ষতিগ্রস্ত ট্রলারের মালিক আব্দুর রশিদ বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে টেকনাফের কায়ুকখালীয়া খাল থেকে বিভিন্ন ধরনের পণ্য ভর্তি করে এসবি রাফিয়া ট্রলার চার জন মাঝিসহ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। দেড় ঘণ্টা পর ট্রলারটি টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের বদরমোকাম এলাকায় পৌঁছালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া থেকে ট্রলারের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। তখন ট্রলারে থাকা মাঝিমাল্লা শুয়ে পড়েন। ট্রলারটিকে লক্ষ্য করে ২০-৩০টি গুলি ছোড়া হয়েছে। এর মধ্যে সাতটি ট্রলারটির বিভিন্ন স্থানে লেগেছে। তবে কেউ হতাহত হয়নি। পরে মাঝি মোহাম্মদ বেলাল সেটি ঘুরিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে নোঙর করেন।’ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে প্রায় সাড়ে ১০ হাজার বাসিন্দা রয়েছেন। এর সঙ্গে দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেল আরও হাজার-দেড়েকসহ ১২ হাজার মানুষ বসবাস করছেন। এসব মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একমাত্র জোগান টেকনাফ থেকে আসে। কয়েক দিন ধরে মিয়ানমারের সীমান্ত থেকে এই নৌপথে চলাচলকারী সার্ভিস ট্রলারকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। টেকনাফ থেকে আনা যাচ্ছে না ভিজিডি বা ভিজিডিএফের চালও। এর মধ্যে নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এই নৌপথে ট্রলার চলাচল স্বাভাবিক করতে ওই এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবির টহল জোরদার করার জন্য সরকারের দৃষ্টি কামনা করছি।’ ওই ট্রলারের মাঝি মোহাম্মদ বেলাল বলেন, ‘ট্রলারে পণ্য নিয়ে সেন্টমার্টিনে যাওয়ার সময় মিয়ানমারের উপকূল থেকে ২০-৩০টি গুলি করা হয়। পরে নিরাপদ আশ্রয়ের জন্য শাহপরীর দ্বীপ জেটিতে এনে নোঙর করা হয়েছে। আমরা কেউ হতাহত হইনি। এর আগে গত বুধবার রাতে সেন্টমার্টিন দ্বীপ থেকে উপজেলা পরিষদের নির্বাচনের স্থগিত কেন্দ্রের নির্বাচনি কর্মকর্তা ও সরঞ্জাম নিয়ে ফেরার সময় একই ট্রলার লক্ষ্য করে শতাধিক গুলিবর্ষণ করা হয়েছিল। ওই ঘটনায় কেউ হতাহত হইনি। রাখাইন রাজ্য থেকে গুলি ছোড়া হয়েছে। তবে বিজিপি নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালিয়েছে, তা জানি না।’ এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘গুলির বিষয়টি শুনেছি। সার্ভিস ট্রলারে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির কাছে প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।’ মিয়ানমার থেকে ট্রলারে গুলির ঘটনায় মালিকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে বলে উল্লেখ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি বলেন, ‌‘গত কয়েক দিন ধরে সাগর উত্তাল থাকায় দুদিন ধরে সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফের যোগাযোগ বন্ধ আছে।’ সীমান্তের একাধিক সূত্র জানায়, রাখাইন রাজ্যে টানা তিন মাস ধরে ক্ষমতাসীন জান্তা বাহিনীর সঙ্গে কয়েকটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত চলছে। রাখাইন রাজ্যে মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ দিকের বেশ কিছু এলাকা ইতোমধ্যে দখলে নিয়েছে আরাকান আর্মি। নাইক্ষ্যংদিয়া এলাকাটিও কিছুদিন আগে আরাকান আর্মি দখলে নেয়। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি ট্রলারটিতে গুলি ছুড়েছে আরাকান আর্মি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা