রায়হান চৌধুরী
আরও খবর
আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই
কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত।
নোয়াখালী-কুমিল্লা-ফেনীতে ভারী বৃষ্টি থাকতে পারে আরও ৪৮ ঘণ্টা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ উদ্দিন
রংপুর কারাগারে বন্দিদের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
শেরপুরে কারাগার ভেঙে বন্দিদের মুক্ত করলো আন্দোলনকারীরা
মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে র্যাব সদস্য জখম
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন উত্তম কুমার নামে এক র্যাব সদস্য। একই সঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইটকে (২৪) আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৮ বোতল ফেনসিডিল।
মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫ টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত র্যাব সদস্য ও মাদক ব্যবসায়ীকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি সিভিল দল সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে উত্তম কুমার নামে এক র্যাব সদস্য রক্তাক্ত জখম হন। এ সময় আত্মরক্ষায় র্যাব সদস্যরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে র্যাবের হাতে আটক হয় মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইট। ঘটনাস্থল থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
এদিকে গুরুতর আহত অবস্থায় র্যাব সদস্য উত্তম কুমারকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ী সাইদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান র্যাব সদস্যরা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আবির হোসেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন,এক র্যাব সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাকে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। চিকিৎসাসেবা দেওয়ার পর তিনি অনেকটা আশঙ্কামুক্ত।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।