
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
রোগীর অবস্থা সংকটাপন্ন
যশোরে সিজার অপারেশন করলেন নাক কান গলার চিকিৎসক

নাক কান গলা বিভাগের (ইএনটি) চিকিৎসক শাহীন রেজা। কিন্তু তিনি করলেন এক প্রসূতির সিজার। ডলি খাতুন (৩০) নামে ওই রোগীর অবস্থা এখন সংকটাপন্ন। স্বজনদের অভিযোগ, অপারেশন করতে গিয়ে প্রসূতির খাদ্য ও মূত্রনালি কেটে ফেলা হয়েছে।
যশোর শহরের দেশ ক্লিনিকে ঘটে এ ঘটনা। এরপর রোববার (৭ জুলাই) বিকেলে ওই ক্লিনিকে গিয়ে রোগীর স্বজনরা ডা. শাহীন রেজাকে অপারেশন কক্ষে আটকে রেখে বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত চিকিৎসকের দাবি, তিনি গাইনি বা সার্জারি বিভাগের ডাক্তার নন। তবে এমবিবিএস ডাক্তার সব চিকিৎসা ও অপারেশন করতে পারেন। তিনি যশোর জেনারেল হাসপাতালের ইএনটি বিভাগে কর্মরত।
রোগীর স্বজনরা অভিযোগ করেন, ২৯ মে যশোরের বাঘারপাড়া উপজেলার ডলি খাতুন যশোর জেনারেল হাসপাতালের সামনে দেশ ক্লিনিকে ভর্তি হন। এসময় সেখানে বিভিন্ন পরীক্ষার পর ডলি খাতুনের সিজার করেন শাহীন রেজা। ওই প্রসূতি একটি কন্যা সন্তান প্রসব করেন। সেখানে তিনদিন চিকিৎসা শেষে রোগীকে বাড়ি নিয়ে যান স্বজনরা। বাড়ি যাওয়ার পর অবস্থার অবনতি হয় রোগীর।
এরপর তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা করে জানানো হয়, রোগী অপচিকিৎসার শিকার হয়েছেন। তার খাদ্য ও মূত্রনালি সিজারের সময় কেটে ফেলা হয়েছে। পরে খাদ্য ও মূত্রনালি একসঙ্গে সেলাই করে দেওয়া হয়। যার কারণে মলমূত্র বের হচ্ছে মূত্রনালি দিয়ে।
রোগীর স্বজনদের অভিযোগ, অপারেশনের সময় শাহীন রেজা নিজেকে গাইনি ডাক্তার পরিচয় দিয়ে অপারেশন করেন। পরবর্তীতে সমস্যা দেখা দিলে খোঁজ নিয়ে তারা জানতে পারেন যে, ওই ডাক্তার সদর হাসপাতালের নাক কান গলা বিভাগের। তিনি কোনো গাইনি ডাক্তার নন। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
অপর একটি সূত্র জানান, ডা. শাহীন রেজা যশোর জেনারেল হাসপাতালের ইএনটি বহির্বিভাগে রোগী দেখেন। তিনি কোনো সার্জারি ডাক্তার নন। কিন্তু শহরের ৪-৫টি ক্লিনিকে বিভিন্ন ধরনের সার্জারি করেন। ১৫ দিন আগেও তিনি একটি ক্লিনিকে এক রোগীর পিত্তথলির পাথর অপারেশন করে বিতর্কে পড়েন। ওই রোগীও অপচিকিৎসার শিকার হন বলে অভিযোগ। বর্তমান সেই রোগী ঢাকায় চিকিৎসাধীন।
ডলি খাতুনের স্বজন সাকিবুজ্জামান সাকিব বলেন, অপারেশনের পর ডাক্তার বা প্রতিষ্ঠান তার খালার কোনো দায়িত্ব নিতে অস্বীকার করে। বর্তমান রোগী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত রোগীর পেছনে ৫-৬ লাখ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু রোগী কোনোভাবেই সুস্থ হচ্ছে না।
এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ক্লিনিকে ডাক্তার ও রোগীর স্বজনদের হট্টগোল হচ্ছে মর্মে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রোগীর স্বজনরা মৌখিক অভিযোগ দিয়েছেন। ডাক্তারের অপচিকিৎসার শিকার হয়েছে ওই নারী। আর ডাক্তার বলছেন, তাকে আটকে রেখে নির্যাতন করতে চেয়েছিলেন রোগীর স্বজনরা। কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলো আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত শাহীন রেজা বলেন, তিনি গাইনি বা সার্জারি বিভাগের ডাক্তার নন সত্যি। তবে যশোর জেনারেল হাসপাতালের ইএনটি বিভাগে কর্মরত।
এমবিবিএস ডাক্তার সব চিকিৎসা ও অপারেশন করতে পারেন বলে দাবি করেন তিনি। আর রোগীর কী সমস্যা হয়েছে তা তিনি অবগত নন। রোগীর স্বজনরা কোনো অভিযোগ নিয়েও তার কাছে যাননি বলে দাবি করেন তিনি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।