রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ৫ – দৈনিক গণঅধিকার

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ৫

৪ টি মৃত্যুই আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১০:২০
রাজধানীতে পৃথক ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুলাই) দিবাগত রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ঘটনাগুলো ঘটে। এর মধ্যে ৪ জনই আত্মহত্যা করেছেন অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন-মিরপুরে তাহসিনা কিবরিয়া (১৭), খিলগাঁওয়ে নাজমুল শাহাদাত খোকন (২২), লালবাগে এলামা আক্তার (১৮) ও মো. তুহিন পাটোয়ারী (২১)। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার তাদের মরদেহ সংশ্লিষ্ট থানার পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সোমবার (৮ জুলাই) বিকালে মিরপুরে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী তাহসিনা কিবরিয়া ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমা বেগম রাত সোয়া ১২টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু) থেকে তার মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, তাহসিনার হাত-পা কোমরের কয়েকটি অংশ ভেঙে গেছে। তার বাসা মিরপুরের পাইকপাড়ায়। বাবার নাম গোলাম কিবরিয়া, মা তাহমিনা পারভীন। স্বামী সাকিব ঢালী। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন, তিনি একটি পলিটেকনিকে পড়াশোনা করতেন। সেখান থেকে সাকিবের সঙ্গে সম্পর্ক এবং দুজনের বিয়ে হয়। খিলগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে নাজমুল শাহাদাত খোকন (২২) নামে আরেক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। মৃতের ভগ্নিপতি আব্দুল খালেক জানান, মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে পারিবারিক কলহের কারণে তিনি গোড়ান শান্তিবাগ ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন। স্বজনরা দেখতে পেয়ে খিলগাঁও থানার পুলিশকে সংবাদ দেয়। পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিকাল সোয়া চারটায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালবাগের শহিদ নগর ৩ নং গলির বাসায় সোমবার দিবাগত রাতে প্রেমঘটিত কারণে এলমা আক্তার (১৮) নামে এক তরুণী বাথরুমে লোহার এঙ্গেলের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া একটায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, তিনি একটি ছেলের সঙ্গে প্রেম করতেন। কিন্তু তার বাসা থেকে তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথাবার্তা চলছিল। হয়তো এ কারণেই আত্মহত্যা করতে পারেন। পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়ি গ্রামের এমদাদুল হকের মেয়ে এলমা। একই এলাকার শহিদ নগর ৪ নং গলিতে সোমবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. তুহিন পাটোয়ারী নামে এক যুবক গলায় ফাঁস দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আগে রিকশা চালাতেন। বর্তমানে ভ্যানে করে প্লাস্টিকের মালামাল বিক্রি করতেন। ঠিকমতো কাজে যেতেন না। এসব নিয়ে স্ত্রী লিমা আক্তারের সঙ্গে রাতে ঝগড়া হয়। পরে আত্মহত্যা করেন বলে দাবি স্ত্রীর। লিমার বলেন, সকালে তাকে (তুহিন) ঝুলন্ত অবস্থা দেখতে পাই। পরে পুলিশকে জানিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ৯ মাস বয়সের পুত্র সন্তানের জনক ছিলেন তুহিন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। ভোলা জেলার তমিজউদদীন উপজেলার ছাপড়া গ্রামের কামরুল পাটোয়ারীর ছেলে তুহিন। এছাড়া মঙ্গলবার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার এল- ব্লকের একটি ১০ তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময়, ছয় তলার উপর থেকে পড়ে গুরুতর আহত হয়ে সাব্বির (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বেলা সাড়ে এগারোটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। নওগাঁ জেলার সাপাহার উপজেলার নুরুল ইসলামের ছেলে সাব্বির।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত