নিউজ ডেক্স
আরও খবর
চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ
দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান
যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান
খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে : মির্জা ফখরুল
বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের ২ কর্মী নিহত
আমার ছেলে যেন এমনই সাধারণ থাকে: আসিফের বাবা
সরকারের মদদপুষ্টরাই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে: আমিনুল হক
রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিজিবি মার্কেট পরিদর্শন শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, সারাদেশে যখন গণতন্ত্র, স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন চলমান রয়েছে তখন সেটাকে ভিন্নদিকে নিয়ে যেতে সরকারের মদদপুষ্ট লোকেরাই এই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে।
আজ সোমবার উত্তরার অগ্নিকাণ্ড এলাকায় বিএনপির একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন। আমিনুল হক ছাড়াও ওই দলে ছিলেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, ঢাকা মহানগর সদস্য আলাউদ্দিন সরকার টিপু, কাউন্সিলর আলী আকবর, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, দেওয়ান মো. নাজিম উদ্দিন।
আমিনুল হক বলেন, সরকারের কাছে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি করব না। কারণ, এর আগে যতটি অগ্নিকাণ্ড হয়েছে, কোনোটিরই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে বিচার করেনি।
তিনি বলেন, এই সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানবাধিকার হরণ করেছে। অন্যদিকে, দেশের অর্থনীতিকে লুটপাট আর বিদেশে পাচার করেছে। তাই এ সরকারকে না সরানো পর্যন্ত দেশ সঠিক পথে চলবে না। তাদেরকে অবশ্যই সরাতে হবে। সেজন্য দেশের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ রাজু, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, মো. আসলাম হোসেন, মিজানুর রহমান সবুজ, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. জহিরুল ইসলাম, মো. রফিক মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।