
নিউজ ডেক্স
আরও খবর

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে!

নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা?

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব: বিএনপি

কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল

খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন

এই দেশে আর কোনো মাইনরিটি-মেজরিটির কথা শুনতে চাই না
সাঈদী ইস্যুতে পদ হারালেন আরও ১৬ ছাত্রলীগ নেতা

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ওই ১৬ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তেই এ ব্যবস্থা নিয়েছি। এর আগে আগস্ট মাসের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় আমরা যথাসময়ে পদক্ষেপ নিতে পারিনি।
তিনি বলেন, আমরা এখনো নজর রাখছি। যদি ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যুদ্ধাপরাধী ও রাজাকারদের পক্ষে স্ট্যাটাস দিতে দেখা যায়, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগে তাদের কোনো স্থান নেই।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন— কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহসভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরাবাজার থানা ছাত্রলীগ সভাপতি মো. শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নাজমুল খান, উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ শাখার সহসভাপতি মো. তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নাঈমুল ইসলাম শান্ত, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি মো. ফাহিম ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. ছাদেক হোসেন ব্যাপারী, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।